জার্মানির সঙ্গে যৌথভাবে সাবমেরিন বানাবে ভারত। আগামী ২৫ তারিখে জার্মান চ্যান্সেলারের ভারত সফরের মধ্যেই হতে পারে এই চুক্তি। আনুমানিক ৫.২ বিলিয়ন ডলারের চুক্তি হতে পারে বলে জানা গেছে ভারত এবং বার্লিন সূত্রে।
এর ফলে অস্ত্রের জন্য রাশিয়ার ওপর নির্ভরতা ভারতের অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। ভারতীয় নৌবাহিনীর ১৮ টির সাবমেরিনের মধ্যে ১১ টিই প্রথাগত এবং তা পরিবর্তনের সময় এসে গেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আতলান্তিক মহাসাগরে চিনের বাড়বাড়ন্ত ঠেকাতে নতুন সাবমেরিনের প্রয়োজনীয়তা রয়েছে। তাই নতুন করে সাবমেরিন তৈরির বিষয়টি উড়িয়ে দেওয়া যাচ্ছেনা। যদিও ভারতের কাছে এখনও পর্যন্ত ২ টি নিউক্লিয়ার সাবমেরিন রয়েছে।
তবে মেক ইন্ডিয়া চুক্তিতে সাবমেরিন বানাতে চায় ভারত। যেখানে ভারতের কোন এক সংস্থার সঙ্গে গাঁটছড়া বাধতে হবে জার্মান সংস্থাকে। ThyssenKrupp Marine Systems (TKMS) জার্মানির সাবমেরিন তৈরীকারী সংস্থা। ওলেফের সফরের মধ্যেই এই চুক্তি নিয়ে ভারতের সঙ্গে কথা বলবে এই সংস্থা। বার্লিনের তরফে এই চুক্তিকে সমর্থন করা হবে বলে জানা গেছে।
তবে গত বছর 2022 সালে মোদীর প্যারিস সফরের সময় বেশ কিছু চুক্তি মানতে না পেরে নিজেদের সংস্থাকে ডেকে নিয়েছিল ফ্রান্সের নৌ সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা। তবে ফ্রান্স পিছিয়ে গেলেও অস্ত্র বানানোর ক্ষেত্রে সুযোগ ছাড়তে চায় না বার্লিন। সরকারের পক্ষ থেকেও ভারতকে অস্ত্র বিক্রির ব্যাপারে কোন বিধিনিষেধও নেই । তাই রাশিয়ার একচেটিয়া বাজারে পা রাখতে ভারতের জন্য অস্ত্র তৈরি করার সিদ্ধান্ত জার্মানির, মনে করছেন বিশেষজ্ঞরা।
Germany to pursue $5.2 bln submarine deal with India during Scholz trip - sources https://t.co/yOFzxs4Jas pic.twitter.com/MgNpQHBsav
— Reuters Asia (@ReutersAsia) February 24, 2023