হিমাচলে (Himachal Pradesh) মেঘভাঙা বৃষ্টির (Cloudburst) সময় মালানা জলবিদ্যুৎকেন্দ্রে যে কর্মীরা কাজ করছিলেন, তাঁদের উদ্ধার করল বিপর্যয় মেকাবিলাকারী দল (NDRF)। মালানা জলবিদ্যুৎকেন্দ্রের কাছে মেঘভাঙা বৃষ্টি হলে, কুলু, মান্ডি, চম্বার একাধিক এলাকায় তা ভয়ঙ্কর রূপ নেয়। ফলে মালানা জলবিদ্যুৎ প্রকল্পে (Malana Power project) কর্মরতরা সেখান থেকে বেরোতে পারেননি। মেঘভাঙা বৃষ্টির সময় ওই প্রকল্পের কর্মীরা কোনওক্রমে নিজেদের প্রাণ রক্ষা করেন। মালানা প্রকল্পের সেই কর্মীদের খোঁজ শুরু করে তাঁদের কাছে পৌঁছন বিপর্যয় মোকাবিলাকারী দল। এরপর বিপর্যয় মোকাবিলাকারী দলের সঙ্গে মালানা জলবিদ্যুৎকেন্দ্রের ওই কর্মীরা পাহাড় ডিঙিয়ে সমতলে নেমে আসেন।
দেখুন ভিডিয়ো...
#WATCH | Kullu, Himachal Pradesh: The NDRF team successfully carried out a rescue operation and evacuated workers of the Malana Power project. pic.twitter.com/6oMT1LypK5
— ANI (@ANI) August 2, 2024