দিল্লির প্রশাসনিক ক্ষমতা নিয়ে কেন্দ্রের অর্ডিন্যান্সের বিরুদ্ধে কংগ্রেসের থেকে সমর্থন চেয়ে এখনও পায়নি আম আদমি পার্টি। উল্টে দিল্লি কংগ্রেসের নেতারা কেজরিকে প্রবল আক্রমণ করে চলেছেন। এরই মধ্যে মঙ্গলবার বেঙ্গালুরুতে কংগ্রেসের ডাকে বিরোধী দলগুলির জোটের বৈঠক। পটনার পর বেঙ্গালুরুতেও থাকবে কি আপ? এই বিষয় নিয়ে এখন আপের শীর্ষ নেতৃত্ব বৈঠকে বসেছে। অরবিন্দ কেজরিওয়াল, সঞ্জয় সিং, রাঘব চাড্ডা, অতীশীদের ছাড়াও এই আপের রাজনৈতিক বিষয়ক কমিটির বৈঠকে ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে আছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও। এই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হবে মঙ্গলবার বেঙ্গালুরুতে বিরোধী জোটের বৈঠকে দিল্লি ও পঞ্জাবের শাসক দল থাকবে কি না।
বেঙ্গালুরুর বৈঠকে না গেলে জেডি (ইউ), তৃণমূল, সমাজবাদী পার্টি-র মত দলগুলিকে ক্ষুব্ধ হবে আপের ওপর। কারণ বিজেপির বিরুদ্ধে একজোট হওয়ার কথা শুনেই দিল্লি প্রশাসনিক ইস্যুতে আপের পাশে দাঁড়িয়েছেন নীতীশ কুমার, মমতা বন্দ্য়োপাধ্য়ায়রা।
দেখুন টুইট
Aam Aadmi Party (AAP) calls party's Political affairs committee (PAC) meeting today ahead of the opposition meeting in Bengaluru. Punjab CM Bhagwant Mann will also join the PAC meeting through video conferencing.
The decision to participate in Bengaluru's opposition meeting is…
— ANI (@ANI) July 16, 2023
আবার কংগ্রেসের ডাকা বেঙ্গালুরুর বৈঠকে গেলে হাত শিবিরের কাছে মাথা ঝোঁকানোর ব্যাপারটাও থাকছে। আপ ইতিমধ্যেই ঘোষণা করেছে, দিল্লিতে আসন্ন লোকসভা নির্বাচনে তারা সাতটি আসনের প্রার্থী দেবে। তবে বিজেপি বিরোধী আন্দোলনে তারা একজোট হতে চায়।
এদিকে, পটনার মত বেঙ্গালুরুর বিরোধী জোট বৈঠকে থাকছে তৃণমূল কংগ্রেস, শিবসেনা (উদ্ধভ ঠাকরে), এনসিপি (শরদ পাওয়ার), জেডি (ইউ), আরজেডি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, ন্যাশানাল কনফারেন্স, পিডিপি, ডিএমকে, বাম দলগুলি। তবে এবারও থাকছে না কেসিআর-এর বিআরএস, মায়াবতীর বিএসপি, চন্দ্রবাবু নায়ডুর তেলেগু দেশম। সেদিনই আবার দিল্লিতে বিজেপি সবাপতি জেপি নাড্ডার ডাকে এনডিএ-র বৈঠক।