Representational Image (Photo Credits: Pixabay)

একদিকে যখন ট্যাংরায় একই পরিবারের তিন সদস্যের খুবের ঘটনা শোড়গোল পড়েছে বাংলাজুড়ে। তখন অন্যদিকে বৃহস্পতিবার রাতে বীরভূমের মহম্মদবাজারেও (Mohammadbazar) একই পরিবারের তিন সদস্যের রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। যার মধ্যে ছিল ২ শিশু এবং এক গৃহবধূর রক্তাক্ত দেহ শুক্রবার সকালে দেহ উদ্ধারের পর শুরু হয় তদন্ত। অবশেষে এই ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই পুলিশের জালে দুই অভিযুক্ত। এদের মধ্যে একজন আবার মৃত মহিলার প্রেমিক। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্পর্কের টানাপোড়েনের কারণেই খুন করা হয়েছে ওই পরিবারকে।

রাতের অন্ধকারে মহিলাকে খুন প্রেমিকের

পুলিশসূত্রে খবর, ধৃত নয়ন বিত্তার মল্লারপুরের মাঠমহুলার বাসিন্দা। লক্ষ্মী মাড্ডির স্বামী বাইরে থাকার কারণে হামেশাই তাঁর বাড়িতে আসতেন নয়ন। ঘটনার দিন রাতেও গিয়েছিলেন মহিলার বাড়ি। সেখানেই কোনও একটি বিষয় নিয়ে বিবাদ হয়। আর তাতেই রাগের মাথায় তিনজনকে খুন করে নয়ন। আর তারপর মল্লারপুরের বোলগাছির বাসিন্দা সুনীল মৃধার কাছ গা ঢাকা দেয় নয়ন।

পরিচিতর বাড়িতে থেকে গ্রেফতার মূল অভিযুক্ত

এদিন তল্লাশি চালাতে গিয়ে সুনীলের বাড়ি থেকেই অভিযুক্তকে আটক করা হয়। তারপর দুজনকে জিজ্ঞাসাবাদ শুরু করলে পুলিশের সামনে দোষ স্বীকার করেন নয়ন। এমনকী ঘটনাস্থল থেকে লক্ষ্মীর মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় আরও দুই সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।