Dead Body Representative Photo (Photo Credits: Pixabay)

ফের রাজ্যে খুন তৃণমূল কংগ্রেস নেতা। শুক্রবার রাতে বীরভূমের (Birbhum) কাঁকড়তলা থানা এলাকার বড়রা গ্রামে ঘটনাটি ঘটেছে। কার্যত বাইক থেকে নামিয়ে লোহার রড, কাঠ, পাথর দিয়ে পিটিয়ে খুন করেছে একদল দুষ্কৃতী। গুরুতর আহত অবস্থায় তাঁকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তীকালে তাঁর অবস্থার অবনতি হলে বেসরকারী হাসপাতালে স্থানান্তরিত করার সময় তাঁর মৃত্যু ঘটে। পুলিশ ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। গোটা ঘটনা নিয়ে উত্তপ্ত এলাকা। জানা যাচ্ছে, গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই তাঁর ওপর হামলা চালিয়েছে দুষ্কৃতীরা।

পাথর দিয়ে থেঁতলে দেওয়া হয় মাথা

জানা যাচ্ছে, এদিন রাতে শেখ নিয়ামুল বাইকে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় গরীবপাড়া সংলগ্ন এলাকায় তাঁকে ঘিরে ধরে কয়েকজন। এরপর নিয়ামুলের ওপর হামলা চালানো হয়। এমনকী পাথর দিয়ে তাঁর মাথা থেঁতলে দেয় বলে অভিযোগ পরিবারের। খবর পেয়েই ঘটনাস্থলে যায় বিরাট পুলিশ বাহিনী। তাঁরাই নিয়ামুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় ইতিমধ্যেই কয়েকজনকে আটক করেছে পুলিশ।

গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ পরিবারের

নিয়ামুলের পরিবারের অভিযোগ, তাঁরা উজ্জ্বল কাদেরীর সংগঠনের সদস্য। এই হামলা শেখ কালোর লোকেরা করেছে বলে দাবি তাঁদের যদিও তৃণমূল নেতৃত্ব এই হামলাকে গোষ্ঠী দ্বন্দ্ব বলতে নারাজ। অন্যদিকে গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।