Death, Representational Image (Photo Credit: File Photo)

সামনেই উচ্চমাধ্যমিক পরীক্ষা। তার আগেই প্রেমিকের সঙ্গে আত্মঘাতী হলেন এক নাবালিকা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বীরভূমের (Birbhum) দুবরাজপুরের বক্রেশ্বরের জ্যোতির মাঠ সংলগ্ন একটি জঙ্গলে। জানা যাচ্ছে, জঙ্গলের একটি গাছের ডালে ঝুলছিল যুবক-যুবতীর দেহ। মৃতদের নাম সুপ্রিয়া বাগদি ও গোপাল বাগদি। দুজনেরই বাড়ি বক্রেশ্বরের একই পাড়ার মধ্যে। দীর্ঘদিন তাঁদের প্রেমের সম্পর্ক ছিল এবং সেকথা প্রতিবেশী থেকে শুরু করে বাড়ির লোক সকলেই জানতেন। আর এই নিয়ে কারোরই কোনও আপত্তি ছিল না। ফলে কেন এই আত্মহত্যা, সেই নিয়ে ধন্ধে দুই পরিবার।

শুক্রবার নিখোঁজ থাকার পর দেহ উদ্ধার হয় শনিবার সকালে

জানা যাচ্ছে, সামনেই উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতেন সুপ্রিয়া। অন্যদিকে গোপাল পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করলেও দিন দশেক হল বাংলায় এসেছেন এবং এসে এখানেই দিনমজুরের কাজ করতেন। গত শুক্রবার বিকেল থেকেই নিখোঁজ ছিলেন দুজনে। আজ সকালে স্থানীয় বাসিন্দারা প্রথমে দুজনের দেহ দেখতে পায়, তারপর খবর দেওয়া হয় পুলিশে।

উদ্ধার হয়নি সুইসাইড নোট

খবর পেয়েই ঘটনাস্থলে চলে আসে দুবরাজপুর থানা ও বক্রেশ্বর ফাঁড়ির পুলিশ। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি বলেই খবর। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।