কাজাকাস্তানে বিমান দুর্ঘটনায় ভুল স্বীকার করে আজারবাইজানের প্রেসিডেন্ট ইয়াহাম আলিইয়েভের কাছে ক্ষমা চেয়ে নিলেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদামির পুতিন। সেই সঙ্গে পরিষ্কার হল গত বুধবার, ২৫ ডিসেম্বর আজারবাইজানের যাত্রীবাহী বানিজ্যিক বিমান দুর্ঘটনা আসলে রাশিয়ার আকাশ রক্ষাব বাহিনীর 'আক্রমণ'-এর ফলেই হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝে সেই অঞ্চলে বানিজ্যিকবিমান চলাচল যে মোটেই নিরাপদ নয় তা পরিষ্কার হয়ে গেল।
বড়দিনে গোটা বিশ্ব যখন মাতোয়ারা, তখনই কাজকাস্তানের আকাতাউয়ে ভেঙে পড়েছিল আজারবাইজানের এক যাত্রীবাহী বিমান। আকাশ থেকে আজারবাইজানের বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে ভেঙে পড়ার ভিডিয়ো দেখে আঁতকে উঠেছিল গোটা বিশ্ব। শুরুতে বলা হয়েছিল, পাখির ডানার আঘাতেই ভেঙে পড়েছিল আজারবাইজান এয়ারলাইনান্সের J2-8243 বিমানটি। কিন্তু তদন্ত কিছুটা এগোতেই পরিষ্কার হয়ে যায়, রাশিয়ান মিসাইল বা ওই জাতীয় কিছুর আঘাতে ভেঙে পড়েছিল বিমানটি। এই বিমান দুর্ঘটনায় ৩৮ জন মারা যান, ২৯ জন গুরুতর আহত হন।
বিমান দুর্ঘটনায় ক্ষমাপ্রার্থী পুতিন
🚨BREAKING: Putin Apologizes to Azerbaijan's Aliyev Over Plane Crash Disaster✈️🔥
Russian President Vladimir Putin issued an apology to Azerbaijan's President Ilham Aliyev for a "tragic incident" in Russian airspace.
The Azerbaijan Airlines Flight J2-8243 met a fiery end near… pic.twitter.com/dRk0KpnQPK
— know the Unknown (@imurpartha) December 28, 2024
বিমান দুর্ঘটনায় পুতিনের ক্ষমা প্রকাশের পর নতুন প্রশ্ন ওঠা শুরু হল। তাহলে কি রাশিয়ার মিসাইল ভুল করে সেদিন আজারবাইজারের যাত্রীবাহী বিমানে আঘাত করেছিল? এই দুর্ঘটনার দিন দুয়েক আগেই এই আকাশ পথেই ইউক্রেনের ড্রোন উড়েল এসে রাশিয়ার বেশ কিছু জায়গায় ধ্বংসলীলা চালিয়েছিল। তাহলে কি আজারবাইজান এয়ারলাইন্সের বিমানকে ইউক্রেনের ড্রোন ভেবে এত বড় ভুল করল পুতিন সেনা? সেটা যদি সত্যি হয় তাহলে রাশিয়া চাপে পড়ে যাবে।