বলিভিয়ায় বাস দুর্ঘটনা (ছবিঃX)

নয়াদিল্লিঃ বলিভিয়ায় ভয়াবহ দুর্ঘটনা(Bolivia Accident:)। দু’টি যাত্রীবাহী বাসের(Bus) মুখোমুখি সংঘর্ষের জেরে মৃত্যু ৩৭ জনের। আহত একাধিক যাত্রী। শনিবার ঘটোনাটি ঘটেছে বলিভিয়ার উয়ুনি থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে পশ্চিমাঞ্চলীয় পোতোসি অঞ্চলে। বর্তমানে ওরোরো কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে সেখানে। জানা গিয়েছে, এদিন ওরোরো প্রদেশের দিকে যাচ্ছিল ওই বাসটি। পথে এই দুর্ঘটনা ঘটে। লেন পরিবর্তন করে সজোরে ধাক্কা মারে একটি বাস। এই ঘটনায় কার্যত দুমড়েমুচড়ে গিয়েছে বাস দু'টির সামনের অংশ। স্থানীয় পুলিশ কমান্ডার উইলসন ফ্লোরেস জানিয়েছেন, একটি বাসের চালক আইসিসিইউতে ভর্তি রয়েছেন। অন্য বাসটির চালকের অবস্থা স্থিতিশীল বলে খবর। উভয় চালকের অ্যালকোহল পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করা হচ্ছে বলে সূত্রের খবর।

বলিভিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩৭

অন্যদিকে আহত যাত্রীদের ওরোরো এবং পোতোসির হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রসঙ্গত, বলিভিয়ায় এই ধরনের ভয়াবহ পথ দুর্ঘটনা নতুন নয়। গত ফেব্রুয়ারি মাসে পোতোসি এবং ওরোরো শহরের মাজে একটি সড়কে প্রায় ৮০০ মিটার (২৬২৫ ফুট) খাদে পড়ে যায় একটি বাস। এই ঘটনায় ৩০ জনেরও বেশি লোক নিহত হয়। তার আগে গত জানুয়ারিতে পোতোসির কাছে দুর্ঘটনার কবলে পরে আরেকটি বাস। সে বার ১৯ জনের মৃত্যু হয়েছিল।

 বলিভিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত ৩৭ জন যাত্রী, আহত বহু