Volodymyr Zelenskyy and Keir Starmer (Photo Credits: X)

হোয়াইট হাউসে মুখোমুখি বৈঠকে বসেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি (Volodymyr Zelenskyy)। কিন্তু সেই বৈঠক সদর্থক কিছু ফল দিল না। উলটে বৈঠক শেষে হোয়াইট হাউস ছেড়ে বেরিয়ে আসেন ক্ষুব্ধ জেলেনেস্কি। আমেরিকা থেকে এবার ইউক্রেন প্রেসিডেন্ট এলেন ব্রিটেন। জেলেনেস্কিকে সাদরে অভ্যর্থনা জানালেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। দুই রাষ্ট্রনায়ক একে অপরকে উচ্ছ্বাসের সঙ্গে জড়িয়ে ধরলেন। শুধু তাই নয়, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের (Russia-Ukraine War) পাশে রয়েছে ব্রিটেন সেই আশ্বাসও এদিন জেলেনেস্কিকে দিলেন কিয়ের স্টার্মার।

আরও পড়ুনঃ 'শত্রু' রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি নয়, অনড় জেলেনেস্কির সঙ্গে তীব্র বাগযুদ্ধ ট্রাম্পের

শনিবার স্থানীয় সময় লন্ডনের ১০, ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকে বসেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার এবং ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি। জানা যাচ্ছে, বৈঠকে ইউক্রেনের প্রতিরক্ষা সংক্রান্ত ২.২৬ বিলিয়ন পাউন্ড মূল্যের একটি ঋণ চুক্তি স্বাক্ষর করেছেন স্টার্মার। বৈঠকে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধে ব্রিটেনের প্রধানমন্ত্রীর কাছে নিজের দেশের নিরাপত্তার নিশ্চয়তা চান জেলেনেস্কি। স্টার্মার আশ্বাস দিয়ে জানান, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে ইউক্রেনের পাশে আছে ব্রিটেন।

জেলেনেস্কিকে বুকে জড়িয়ে  সাদর অভ্যর্থনা কিয়ের স্টার্মারেরঃ

এদিন জেলেনেস্কির সঙ্গে সাক্ষাৎ করতে ডাউনিং স্ট্রিটে জড়ো হয়েছিলেন ব্রিটেনের বহু মানুষ। ইউক্রেনকে সমর্থন জানাতে এসেছিলেন তাঁরা। সকলের উদ্দেশ্যে হাট নেড়ে জেলেনেস্কি জানালেন, রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে শুরুর দিন থেকে ব্রিটেন তাঁদের পাশে রয়েছে। তার জন্যে ব্রিটেন এবং ব্রিটেনের প্রতিটা বাসিন্দার কাছে ধন্যবাদজ্ঞাপন করেন ইউক্রেন প্রেসিডেন্ট।