আমেরিকায় বন্দুকবাজদের হামলার ঘটনা নতুন নয়। প্রায়শই কোথাও না কোথাও হামলা চলছে। তবে এতদিন হোয়াইট হাউস থেকে এই নিয়ে সেভাবে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। কিন্তু এবার বিরোধী দলের নেতা তথা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) রাজনৈতিক সভায় আচমকা বন্দুকবাজের হামলায় ঘুম উড়েছে প্রেসিডেন্ট বাইডেনের (Joe Biden)। দলীয় দ্বন্দ্বতা এড়িয়ে এদিন ট্রাম্পের সঙ্গে কথা বলেন বাইডেন। পাশাপাশি তাঁর শারীরিক অবস্থা সম্পর্কেও খোঁজখবর নেন তিনি। সেই সঙ্গে পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো এবং বাটলারের মেয়র বব ড্যান্ডয়ের সাথেও কথা বলেছেন। সূত্রের খবর, আগামীকাল হোয়াইট হাউসে ফিরে হোমল্যান্ড সিকিউরিটি এবং আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।
According to White House Official, President Joe Biden spoke with former President Donald Trump. The President also spoke to Pennsylvania Governor Josh Shapiro and Butler Mayor Bob Dandoy. Tonight (EST), the President is returning to Washington DC. Tomorrow morning (EST) at the…
— ANI (@ANI) July 14, 2024