প্রতি বৃহস্পতিবারই বিকেলে হাট বসে। আর সেই হাটে এসে শিউরে উঠলেন এলাকাবাসীরা। এক পরিচিত যুবক তাঁর নিজের পোষ্য সারমেয়র দেহাংশ খাসির মাংস বলে বিক্রি করছিল। তা দেখে শিউরে উঠলেন এলাকাবাসীরা। চাঞ্চল্যকর ঘটনাটি বৃহস্পতিবার বিকেলে ঘটেছে জলপাইগুড়ির (Jalpaiguri) ময়নাগুড়ি ব্লকে রায়মশাই পঞ্চায়েত এলাকার পানবাড়িতে। ঘটনাস্থলে পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করেছে। অন্যদিকে পোষ্যের ছাল, মাথা, ও দেহাংশগুলি উদ্ধার করা হয়েছে। সেগুলি ফরেন্সিক বিভাগে পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, অভিযুক্ত ব্যক্তি মানসিক বিকারগ্রস্থ।
এলাকাবাসীদের দাবি, ওই ব্য়ক্তি প্রথম থেকেই একটু অন্যধরনের ছিলেন। তবে প্রতিদিনই নিজের পোষ্যকে বাজারে নিয়ে আসতেন। অনান্য বৃহস্পতিবারেও তার অন্যথা হত না। এদিন বিকেলে হাটে পরিচিতরাই দেখেন হাটের একপ্রান্তে বসে মাংস বিক্রি করছিলেন।এবং সকলকে খাসির মাংস বলে তা বিক্রি করার চেষ্টাও করছিলেন। এলাকাবাসীরা মাংসগুলি ভালো করে দেখতেই সন্দেহ হয় তাঁদের। তাঁরাই জিজ্ঞাসাবাদ করে বুঝতে পারে যে ওই পোষ্যটিকে মেরে মাংস বিক্রি করছে সে।
এরপর তাঁরাই স্থানীয় থানায় খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে সবকিছু খতিয়ে দেখে। ব্যাগের ভেতর থেকে উদ্ধার হয় পোষ্যের কাটা মুণ্ড ও ছাল। সেগুলি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে। যদিও এলাকাবাসীর দাবি, অবিলম্বে তাঁর মানসিক চিকিৎসা করা উচিত।