RG Kar Protest (File Photo) (Photo Credit: ANI/X)

আরজি কর (RG Kar Medical College and Hospital) মামলায় আগামী শনিবারই শিয়ালদা আদালত রায় শোনাবে। আর সিবিআইয়ের তদন্তে মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে সাজা ঘোষণা করবে আদালত। ১৮ জানুয়ারি সঞ্জয়ের বিরুদ্ধে কী রায় শোনাবে, সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজ্য। যদিও সিবিআইয়ের এই বিচারপ্রক্রিয়া নিয়ে আগেই অসন্তোষ প্রকাশ করেছিল নির্যাতিতার পরিবার এবং আন্দোলনকারী চিকিৎসকদের একাংশ। এই অবস্থায় মৃতা চিকিৎসকের বাবা বৃহস্পতিবার জানান, "আদালত সবকিছু পর্যালোচনা করেই রায় দেবে বলে আশা রাখছি"।

ডিএনএ রিপোর্টই হাতিয়ার

নির্যাতিতার বাবার মতে. "ডিএনএ রিপোর্টে এটা পরিস্কার যে এই ঘটনায় আরও অনেকে যুক্ত রয়েছে। আগামীদিনে আমরা আদালতে যাব, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে একটি করে মামলা চলছে। মেয়ের জন্য প্রকৃত ন্যায়বিচারে আমরা সব জায়গায় যেতে পারি"। প্রসঙ্গত, গতবছরের ৯ অগাস্ট আরজি কর হাসপাতালের সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল এক মহিলা জুনিয়র চিকিৎসকের রক্তাক্ত দেহ। তদন্তে নেমে ওই হাসপাতালে কর্মরত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীকালে এই মামলার তদন্তভার আসে সিবিআইয়ের কাছে।