Burning, Representational Image (Photo Credit: Pixabay)

ফের হাসপাতালে আগুন আতঙ্ক। এবার কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে (Calcutta National Medical College) ইমার্জেন্সি বিভাগের দোতলায় আগুন লাগে। আর সেই আতঙ্কে হুড়োহুড়ি লেগে যায় হাসপাতাল চত্বরে। কার্যত থামানো হয় ওটি। সেই সময় অর্থোপেডিক ও সার্জারি বিভাগে অস্ত্রোপচার চলছিল। এদিন ওটি চলাকালীন একটি স্টেবলাইজর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। আর সেই কারণেই আতঙ্কিত হয়ে পড়েন অনেকে। রুম থেকে ধোঁয়া বেরোতে দেখে রোগী ও পরিবারের লোকজনেরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে ঘন্টাখানেকের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

অর্থোপেডিক বিভাগে ধোঁয়া

জানা যাচ্ছে, এদিন অর্থোপেডিক বিভাগে ওটি চলছিল। আচমকাই সেখানে থাকা একটি স্টেবলাইজার থেকে ধোঁয়া ও আগুনের ফুলকি দেখা যায়। তারপরেই অস্ত্রোপচার বন্ধ করে দেওয়া হয়। ঘটনাস্থলে চলে আসে হাসপাতালের নিরাপত্তারক্ষীরা। তাঁরাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শট সার্কিটের কারণেই আগুন লেগেছে। আগুন আতঙ্ক শুরু হলেই রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। পরে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।