Maoist Encounter (Photo Credits: PTI)

রায়পুর, ১৬ জানুয়ারি: ছত্তিশগড়ে (Chhattisgarh) ফের শুরু হয়েছে মাওবাদীদের (Naxals) সঙ্গে সেনা জওয়ানদের এনকাউন্টার। এবার ছত্তিশগড়ের বিজাপুর (Bijapur) জেলায় মাওবাদীদের সঙ্গে জওয়ানদের গুলির লড়াই শুরু হয়। সেনা বাহিনীর জওয়ানদের সঙ্গে মাওবাদীদের গুলির লড়াইয়ের জেরে পরপর ১২ জন নিহত হয়। ফলে এই নিয়ে চলতি মাসে ছত্তিশগড়ের একাধিক জায়গায় এনকাউন্টার চালিয়ে ২৬ জন মাওবাদীকে খতম করা হয় বলে খবর।

রিপোর্টে প্রকাশ, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয় সেনা বাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই। দক্ষিণ বিজাপুরে শুরু হয় এনকাউন্টার। যা বৃহস্পতিবার বিকেল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত চলে। এরপরই ১২ জন মাওবাদীকে জওয়ানরা খতম করেন বলে খবর। ডিআরজি, কোবরা এবং সিআরপিএফ জওয়ানরা একযোগে এই মাওবাদী নিকেশ অভিযান শুরু করে এবং ১২ জনকে খতম করে।