Anti-Naxalite Operation (Photo Credit: ANI/X)

হায়দরাবাদ, ১৫ মে: গত ২১ দিন ধরে চলছে মাওবাদী বিরোধী অভিযান (Anti-Naxalite Operation)। তেলাঙ্গানা-ছত্তিশগড় সীমান্তে শুরু হয়েছে এই মাওবাদী বিরোধী অভিযান। নাম 'অপারেশন ব্ল্যাক ফরেস্ট' (Operation Black Forest)। যে অভিযানে মাওবাদীদের খুঁজে বের করার চেষ্টা চলছে। ফলে তেলাঙ্গানা-ছত্তিশগড় সীমান্তে (Chhattisgarh-Telangana Border) তন্ন তন্ন করে চলছে খোঁজ। কারেগুটালু পাহাড়ে চলছে এই অপারেশন ব্ল্যাক ফরেস্ট। যেখানে মাওবাদীদের (Maoist) খুঁজে বের করে নিকেষ করার কাজ শুরু করেছে নিরাপত্তা রক্ষী বাহিনী। ইতিমধ্যেই বাহিনী  ৩১ জনকে নিকেষ করেছে বলে খবর।

আরও পড়ুন: Chhattisgarh: ছত্তিশগড়ে নকশাল বিরোধী অভিযানে মৃত দুই সক্রিয় মাওবাদী, জারি তল্লাশি অভিযান

দেখুন ভিডিয়ো যেখান চলছে খোঁজ...

 

সিআরপিএফ কমান্ডার জানান, ২০২৬ সালের ২৬ মার্চ পর্যন্ত ডেডলাইন। ওই সময়ের মধ্যে দেশে মাওবাদী খতম করতে হবে। এমনই নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কোনওভাবে যাতে মাওবাদীদের স্বর্গ যাতে এই দেশ না হতে পারে, তার জন্য চালানো হচ্ছে অভিযান।

শুনুন সিআরপিএফের কমান্ডার কী বললেন...

 

 

রিপোর্টে প্রকাশ, তেলাঙ্গানা-ছত্তিশগড় সীমান্তের এই কারেগুটালু পাহাড়ে কোনওদিন জাতীয় পতাকা তোলা যেত না। মাওবাদীদের মুক্তাঞ্চল হিসেবে পরিচিত ছিল এই পাহাড়। গত ২১ দিনের টানা অভিযানে কারেগুটালু পাহাড় কার্যত মাওবাদী মুক্ত করা হয়েছে অনেকটাই। ফলে ওই অঞ্চলে জাতীয় পতাকাও তোলা সম্ভব হয়েছে বলে জানানো হয় সিআরপিএফের তরফে।

দেখুন মাওবাদী বিরোধী অভিযানের ভিডিয়ো...