Israel-Gaza War (Photo Credit: ANI/X)

দিল্লি, ১৫ জানুয়ারি: ইজরায়েলের (Israel) সঙ্গে গাজার (Gaza) শান্তি চুক্তি নিয়ে জোরদার কাজ চলছে। ইজরায়েলের সঙ্গে গাজার শান্তি চুক্তির কাজ যখন অব্যাহত, সেই সময় ফের হামলা চালাল আইডিএফ (IDF)। ইজারায়েলের হামলার জেরে গাজায় এবার পরপর ৬২ জনের মৃত্যু হয়েছে। বুধবার এমন খবর প্রকাশ্যে আসছে। শান্তি চুক্তি নিয়ে ডামাডোলের মাঝে এবার ইজরায়েল ফের নতুন করে গাজায় হামলা চালায় এবং ৬২ জনকে হত্যা করে বলে খবর।

আরও পড়ুন: Israel-Hamas War: ইজরায়েলি পণবন্দিদের মুক্ত করতে হবে, ট্রাম্প সুর চড়ানোর পরই ৩৩ জনকে ছাড়ছে হামাস

আল জাজিরার খবর অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইজিপ্টের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ-আল সিসি একযোগে ইজরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধ বিরতির সমস্ত পদ্ধতিকে তরান্বিত করছেন। তার মাঝেই ইজরায়েল ফের গাজায় হামলা চালায়। যার জেরে পরপর ৬২ জন নিহত হয় বলে খবর।

আমেরিকার মসনদে ২০ জানুয়ারি বসবেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। অভিষেকের আগে হামাস (Hamas) যাতে ইজরায়েলি পণবন্দিদের মুক্ত করে, সে বিষয়ে সুর চড়ানো হয়। ট্রাম্প সুর চড়ানোর পরপরই হামাস পণবন্দিদের মুক্ত করবে বলে জানায়। প্রসঙ্গত হামাস ইজরায়েলি পণবন্দিদের না ছাড়লে, তার ফল ভুগতে হবে। এমনকী, গোটা মধ্য প্রাচ্যকে এর ফল ভুগতে হবে বলেও সুর চড়ান ডোনাল্ড ট্রাম্প।