দিল্লি, ১৪ জানুয়ারি: ইজরায়েলের (Israel) পণবন্দিদের মুক্ত করতে হবে। আমেরিকায় (US) মসনদে বসার আগে হামাসকে এভাবেই হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইজরায়েলি পণবন্দিদের (Israeli Hostages) মুক্ত করতে হবে বলে ট্রাম্পের তরফে সুর চড়ানোর পরপরই এবার সেদিকে এগোচ্ছে হামাস। রিপোর্টে প্রকাশ, ইজরায়েলি পণবন্দিদের মুক্ত করবে হামাস (Hamas)। প্রথম পর্যায়ে ৩৩ পণবন্দিকে হামাসের কবল থেকে মুক্ত করা হবে বলে খবর। এই ৩৩ পণবন্দির মাঝে কেউ মৃত কিনা, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।
প্রসঙ্গত ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় হামাস। প্যালেস্তাইনের জঙ্গি গোষ্ঠীর হামলায় ইজরায়েলে প্রায় ১৪০০ মানুষের মৃত্যু হয়। নির্মম হামলার পাশাপাশি ইজরয়েলের বেশ কিছু নাগরিককে পণবন্দি করে গাজায় নিয়ে যায় হামাস। ৭ অক্টোবরের পরদিন থেকে গাজায় পালটা হামলা শুরু করে ইজরায়েল। যা এখনও অব্যাহত।
ইজরায়েল যেভাবে এক বছরের বেশি সময় ধরে গাজায় হামলা শুরু করেছে, তার জেরে গোটা বিশ্ব জুড়ে চাঞ্চল্য ছড়ায়।