দিল্লি, ১৫ জানুয়ারি: এবার বাংলাদেশে (Bangladesh) নিষিদ্ধ করা হল এমার্জেন্সি (Emergency)। কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) নয়া ছবি এমার্জেন্সির স্ক্রিনিং বাংলাদেশে হবে না বলে জানানো হয়েছে। বাংলাদেশে যেভাবে এমার্জেন্সি নিষিদ্ধ করা হয়েছে, তার সঙ্গে এই ছবির গল্পের জন্য নয়। তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ভারতের (India) সঙ্গে তাদের যে কূটনৈতিক সম্পর্কের টালমাটাল শুরু হয়েছে, তার জেরেই মান্ডির বিজেপি সাংসদের এই ছবিকে নিষিদ্ধ করা হয়েছে বলে খবর।
ইন্দিরা গান্ধীর শাসনকালে ১৯৭৫ সালে ভারতে জরুরি অবস্থা জারি করা হয়। ওই সময়ের রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতির উপর নির্ভর করেই জরুরি অবস্থা জারি করা হয়। ইন্দিরা গান্ধী সরকারের জারি করা জরুরি অবস্থার উপর নির্ভর করেই কঙ্গনা রানাউত এমার্জেন্সি তৈরি করেছেন বলে জানান বলিউড অভিনেত্রী। ভারত, বাংলাদেশের বর্তমান সম্পর্কের টালমাটালের জেরেই পড়শি দেশে নিষিদ্ধ করা হয়েছে এমার্জেন্সি।
প্রসঙ্গত পাকিস্তানের হাতে থেকে বাংলাদেশকে মুক্ত করতে ইন্দিরা গান্ধীর অবদান অনবদ্য। ভারতের সাহায্যেই পাকিস্তানি সেনা ওই সময় বাংলাদেশ ছেড়ে পালায়। আমেরিকার ক্রমাগত চাপের পরও ইন্দিরা গান্ধী বাংলাদেশের পাশ থেকে সরেননি। পাক সেনাকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করেছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।