New Zealand National Cricket Team vs Pakistan National Cricket Team: নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল বনাম পাকিস্তান জাতীয় ক্রিকেট দল পঞ্চম টি২০ ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। ওয়েলিংটনের স্কাই স্টেডিয়ামে ম্যাচটি আয়োজিত হয়েছে। আয়োজক দল নিউজিল্যান্ড টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তে অবাক হওয়ার কিছু না থাকলেও ভ্রু কুঁচকেছে পাকিস্তানের দল দেখে। টসের সময় পাকিস্তানের অধিনায়ক আগা সলমন (Agha Salman) প্লেয়িং ইলেভেন ঘোষণা করেন এবং সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ থেকে শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi)-কে বাদ বাদ দিয়েছেন। শাহিন এখন আর আগের মতো নেই, নতুন বলে উইকেট নেওয়ার ধার তার আগের মতো দেখা যায়না। এখনও পর্যন্ত খেলা ৪ ম্যাচে তিনি মাত্র ২ উইকেট নিয়েছেন, ওভার প্রতি প্রায় ১১ রান দিয়েছেন। NZ vs PAK 5th T20I Winning Prediction: নিউজিল্যান্ড বনাম পাকিস্তান পঞ্চম টি২০ ম্যাচে জয়ী হবে কোন দল? কি বলছে Winning Prediction
🚨 TOSS ALERT 🚨
New Zealand win the toss and opt to field first 🏏#NZvPAK | #BackTheBoysInGreen pic.twitter.com/FilWliSIQ4
— Pakistan Cricket (@TheRealPCB) March 26, 2025
তাই হারানোর কিছু না থাকায় পঞ্চম টি-টোয়েন্টিতে শাহিন আফ্রিদিকে বাদ দিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। আবরার আহমেদকেও বাদ দেওয়া এবং সুফিয়ান মুকিমকে (Sufiyan Muqeem) সুযোগ দেওয়া হয়েছে। শাহিন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও মাত্র ২ উইকেট নেন। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে নিজেকে মেলে ধরার সুযোগ পেলেও আবারও ব্যর্থ হন তিনি।
পাকিস্তানের একাদশ: মহম্মদ হারিস (উইকেটরক্ষক), হাসান নওয়াজ, সলমন আলী আগা (অধিনায়ক), উসমান খান, শাদাব খান, আবদুল সামাদ, জাহানদাদ খান, হারিস রউফ, সুফিয়ান মুকিম, মোহাম্মদ আলী।
নিউজিল্যান্ডের একাদশ: টিম সেইফার্ট, ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, জেমস নিশাম, মিচেল হে (উইকেটরক্ষক), মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), ইশ সোধি, জ্যাকব ডাফি, বেন সিয়ার্স, উইলিয়াম ওরুরকে।