চেন্নাই, ২৬ মার্চ: মার্চেন্ট নেভি অফিসারের খুনের (Merchant Navy Officer Killed) ঘটনার পর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক ঘটনা উঠে আসতে শুরু করেছে। এবার চেন্নাইয়ের এক তথ্য প্রযুক্তি কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তাঁর প্রাক্তন স্ত্রী। চেন্নাইয়ের (Chennai) বাসিন্দা প্রসন্ন শঙ্কর একজন তথ্য প্রযুক্তি কর্মী। তাঁর স্টার্ট আপ-ও রয়েছে। প্রসন্ন শঙ্করের সঙ্গে তাঁর স্ত্রী দিভ্যার বিচ্ছেদ সম্পন্ন হয়েছে। তবে প্রসন্ন এবং দিভ্যার বিচ্ছেদের পরও তাঁদের ভিতরের সমস্যা মেটেনি। প্রসন্ন তাঁর ৯ বছরের ছেলেকে অপহরণ করেছেন বলে দাবি দিভ্যার। এমনকী, প্রসন্নকে তিনি 'যৌন খাদক' বলেও অভিহিত করেন।
প্রসন্ন শঙ্করের অভিযোগ...
Anoop's wife sent me the message my wife had sent Anoop and hotel bookings she made for him. pic.twitter.com/0gs1mMBc6d
— Prasanna S (@myprasanna) March 23, 2025
প্রাক্তন স্ত্রীর অভিযোগের ভিত্তিতে পালটা মুখ খোলেন প্রসন্ন শঙ্কর। এমনকী যে প্রক্রিয়া মেনে প্রসন্নর সঙ্গে তাঁর স্ত্রীর (তৎকালীন) বিচ্ছেদ হয়, তার মনঃপুত হয়নি দিভ্যার। সেই কারণেই প্রসন্নর বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন বলে ওই তথ্য প্রযুক্তি কর্মী অভিযোগ করেন।
প্রসন্ন আদালতের কথা অনুযায়ী, দিভ্যার বাড়িতে ছেলের সঙ্গে দেখা করতে যান এবং তাঁকে নিজের কাছে নয়ে গেলে পালটা অভিযোগ করেন তাঁর প্রাক্তন স্ত্রী। আইন মেনে ছেলের সঙ্গে দেখা করলেও, প্রসন্ন তাঁকে অপহরণ করেছেন বলে অভিযোগ করেন দিভ্যা।
যার পালটা প্রসন্ন নিজের আইনজীবীর সঙ্গে কথা বলেন এবং দিভ্যার বিরুদ্ধে অভিযোগ নিয়ে ফের আদালতের দ্বারস্থ হন। যেখানে প্রসন্ন দাবি করেন, সিঙ্গাপুর থেকে আমেরিকায় যাওয়ার পথে তাঁদের ছেলেকে দিভ্যা সরিয়ে নেয়। সেই সঙ্গে ৯ বছরের শিশুকে বোঝানো হয় যে তার বাবা তাকে ছেড়ে চলে গিয়েছেন। পাশাপাশি সিঙ্গাপুরে প্রসন্নর বিরুদ্ধে দিভ্যা একাধিক অভিযোগ করলেও, সেগুলিকে পুলিশ মিথ্যে প্রমাণ করেছে বলেও নয়া অভিযোগে দাবি করেন সংশ্লিষ্ট তথ্য প্রযুক্তি কর্মী।
বিচ্ছেদের পর যাতে ছেলের দায়িত্ব প্রসন্ন এবং দিভ্যার হাতে সমান ভাগাভাগি করে আসে। তা সত্ত্বেও দিভ্যা কোনও কিছু মানতে রাজি নন বলে দাবি করেন প্রসন্ন শঙ্কর।