ভাইরাল ভিডিয়োর ঝলক (ছবিঃX)

নয়াদিল্লিঃ আজকাল ড্রোনের(Drone) ব্যবহার নতুন নয়। অনেকসময় বিয়েবাড়িতেও(Wedding) কাজে লাগানো হয় ড্রোন। সম্প্রতি এক অনুষ্ঠানে বরের হাতে মালা পৌঁছোনোর দায়িত্বে ছিল ড্রোনের উপর। কিন্তু তাতেই ঘটল বিপত্তি। মালা হাতে পৌঁছলেও টাল সামলাতে পারল না ড্রোন। মঞ্চে দাঁড়িয়ে থাকা পাত্রের গায়েই গিয়ে পড়ল যন্ত্রটি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বর। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই মুহূর্তের একটি ভিডিয়ো।

মালাবদলে বিপত্তি, বরের মালা নিয়ে ভাঙল ড্রোন

ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, মঞ্চে মালাবদলের জন্য অপেক্ষায় বর। মালা আসছে ড্রোনে চেপে। আর বরের মঞ্চের কাছে আসতে ড্রোন থেকে মালাটি নিতে গেলেই ঘটে এই কাণ্ড। হতবাক হয়ে যান তরুণ। হইহই পড়ে যায় বিবাহ বাসরে। জানা গিয়েছে, ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘রবিআর্য৮৮’ নামে হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই এই ভিডিয়োটিতে ৩০ লক্ষের বেশি ভিউজ হয়েছে। ভিডিয়টি লাইক করেছেন ৩০ হাজার মানুষ।

বরের মালা নিয়ে ভেঙে পড়ল ড্রোন, ভাইরাল ভিডিয়ো