মুম্বই, ২৬ মার্চ: মারাঠিতে (Marathi) কথা না বলায় এক সংস্থার কর্মীকে চড় মারা হল। যা নিয়ে উত্তেজনা ছড়ায় মুম্বইয়ের (Mumbai) ভরসোভায়। যেখানে বহুল প্রচারিত একটি সংস্থায় কর্মরত এক কর্মী মারাঠি ভাষা জানেন না বললে, তাঁকে থাপ্পড় মারা হয়। মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (MNS) কর্মীরা হাজির হয়ে মহারাষ্ট্রের বাইরে থেকে মুম্বইতে আসা ওই ব্যক্তিকে প্রকাশ্যে চড় মারেন। যা নিয়ে ফের জোর চর্চা শুরু হয়ে যায়।
ভরসোভায় ডি-মার্টের এক কর্মী সেখানে আসা গ্রাহককে জানান, তিনি মারাঠি বলতে পারেন না। তিনি শুধু হিন্দিই জানেন। ফলে তিনি শুধু হিন্দিই বলবেন। তাই গ্রাহকের যা ইচ্ছা তিনি করে নিতে পারেন বলে জানান ওই ব্যক্তি। যে খবর প্রকাশ্যে আসতেই সন্দীপ দেশাই নামে এমএনএসের এক নেতা কর্মী, সমর্থকদের নিয়ে ডি-মার্টে হাজির হন। ডি-মার্টের ওই কর্মীকে তিনি কষিয়ে থাপ্পড় মারেন।
দেখুন সেই বাদানুবাদের ভিডিয়ো...
যে ঘটনা নিয়ে উত্তেজনা ছড়ালে, শেষ পর্যন্ত ডি-মার্টের ওই কর্মীকে এমএনএস কর্মী, সমর্থকদের সামনে ক্ষমা চাইতে হয়।