
Eid Ul-Fitr: রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। এই ঈদে নিজের দুই হাতকে মেহেদির রঙে সাজিয়ে ফেলুন। ঈদুল ফিতর (Eid Ul-Fitr) বিশ্বের মুসলমান সম্প্রদায়ের মানুষের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। প্রচলিত অর্থে ঈদ মানে আনন্দ বা খুশি।ঈদের আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। ঈদ ঘিরে প্রতিটি মানুষেরই থাকে নানা পরিকল্পনা এই পরিকল্পনা আর আয়োজনের মধ্যে অন্যতম হল মেয়েদের হাত মেহেদির রঙে রাঙিয়ে তোলা। আপনার জন্য আজ আমরা নিয়ে এসেছি কিছু ট্রেনডিং এবং আকর্ষণীয় মেহেন্দি ডিজাইন।
ট্রেন্ডিং মেহেন্দি ডিজাইন
ঈদের মেহেন্দি ডিজাইন
মেহেন্দি ডিজাইন