দিল্লি, ১৫ জানুয়ারি: সেক্সে (Sex Record) রেকর্ড গড়লেন বনি ব্লু (Bonnie Blue)। অ্যাডাল্ট স্টার দাবি করেছেন, তিনি ১২ ঘণ্টায় ১০৫৭ জনের শয্যা সঙ্গিনী হয়েছেন। শুনতে অবাক লাগলেও, বনি ব্লু নিজের সোশ্যাল হ্যান্ডেলে ১২ ঘণ্টায় ১০৫৭ জনের সঙ্গে বিছানা ভাগ করে নেওয়ার দাবি করেন। বনি ব্লুর দাবি সত্যি হলে, তিনি কার্যত রেকর্ড গড়েছেন এ বিষয়ে। শুধু তাই নয়, ১২ ঘণ্টায় পরপর ১০৫৭ জন পুরুষের শয্যা সঙ্গিনী হওয়ার পর নিজের অনুভূতিও প্রত্যেকের সঙ্গে বনি ব্লু শেয়ার করেন। ১২ ঘণ্টায় ১ হাজারের বেশি শয্যা সঙ্গী পালটেও বনি ব্লু সুস্থ রয়েছেন। তাঁর হুইল চেয়াের কোনও প্রয়োজন নেই বলে নিজের সোশ্য়াল হ্য়ান্ডেলে স্পষ্ট জানান তিনি।
শুনুন কী বললেন অ্যাডাল্ট স্টার বনি ব্লু...
View this post on Instagram
প্রসঙ্গত বনি ব্লু কিশোরদের উপর প্রভাব ফেলছেন। কিশোর বয়সীদের মন মানসিকতা বনি ব্লুর জন্য নষ্ট হচ্ছে। এমন অভিযোগ ওঠে বনি ব্লুর বিরুদ্ধে। তবে এই অভিযোগ নিয়ে মাথা ঘামাতে দেখা যায়নি এই অ্যাডাল্ট স্টারকে। উলটে ১২ ঘণ্টায় ১ হাজারের বেশি জনের শয্যা সঙ্গিনী হওয়ায়, তাঁর ত্বক আরও উজ্জল হয়ে উঠেছে বলে দাবি করেন বনি ব্লু।
যদিও এই কর্মকাণ্ড যদি আরও ৩,৪ ঘণ্টা চলত, তাহলে তিনি শারীরিক সমস্যায় ভুগতে পারতেন বলে আশঙ্কা প্রকাশ করে এই নীল তারকা।