গভীর রাতে বলিউডের জনপ্রিয় অভিনেতা সইফ আলি খানের (Saif Ali Khan) ওপর প্রাণঘাতী হামলা চলে। এই ঘটনা নিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই সরগরম ছিল গোটা দেশ। একজন বিখ্যাত সেলিব্রিটির বাড়ির চারপাশে এমনিতেই ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা থাকেন। এছাড়া মহারাষ্ট্র সরকারও তাঁদের নিরাপত্তা নিয়ে বারতি মনোযোগ দেয়। এই অবস্থায় কীভাবে একজন তারকার বাড়িতে দুষ্কৃতি ঢুকল এই নিয়েই বড়সড় প্রশ্নচিহ্নের মুখে রাজ্যের আইন শৃঙ্খলা। ইতিমধ্যেই এই ঘটনার রাজনৈতিক সমালোচনা শুরু হয়েছে। এবার এই নিয়ে মন্তব্য করলেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

শর্মিলাপুত্র নিয়ে উদ্বিগ্ন মমতা

মমতা বলেন, যা পরিস্থিতি দেখছি, তার থেকে বাংলার আইন শৃঙ্খলা আরও ভালো জায়গায় রয়েছে। তবে প্রতিটি রাজ্যেই নিজস্ব কিছু সমস্যা রয়েছে। সেগুলি তাঁদেরই মেটাতে হবে। সইফ আলি খানের ঘটনা নিয়ে আমি ইতিমধ্যেই টুইট করেছি। শর্মিলা ঠাকুর বাংলার মেয়ে, তাঁর ছেলের ওপর এই হামলা নিয়ে আমি উদ্বিগ্ন। দোষীকে অবিলম্বে গ্রেফতার করে শাস্তি দিতে হবে।

দেখুন মুখ্যমন্ত্রীর বক্তব্য

দুষ্কৃতিদের টার্গেট বলিউড

মুখ্যমন্ত্রী আরও বলেন, তবে মুম্বইয়ে বিগত কয়েকবছরে এই ধরণের ঘটনা হামেশাই হচ্ছে। সইফ ছাড়াও শাহরুখ খানের ওপর প্রাণনাশের হুমকি আসছে। সলমন খানের ওপরেও টার্গেট করেছে দুষ্কৃতিরা। রাজ্য সরকারের কড়া পদক্ষেপ নেওয়া উচিতয