Photo Credit: ANI

ঢাকা, ৩ এপ্রিল: বাংলাদেশের আগামী সংসদে নির্বাচনে কারচুপি ঠেকাতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের ব্যবহারের কথা ভাবা হয়েছিল। কিন্তু ইভিএম কেনা, সারানো, রক্ষণাবেক্ষণের বিপুল খরচের কথা মাথায় রেখে আগামী ভোটে তা ব্যবহারের সিদ্ধান্ত থেকে সরে এল বাংলাদেশের নির্বাচন কমিশন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের ৩০০টি আসনেই ব্যালট পেপার ও স্বচ্ছ ব্যালটবাক্সে ভোট হবে বলে জানিয়ে দিলেন বাংলাদেশের নির্বাচন কমিশনের কর্তা জাহাঙ্গীর আলম। আগামী বছর, ২০২৪ সালে বাংলাদেশে সাধারণ নির্বাচন হওয়ার কথা। আরও পড়ুন-হিজাব না পরার জের, মাথায় দই ঢাললেন যুবক, ইরানে গ্রেফতার ২ মহিলা

দেখুন টুইট

সংসদের ১৫০টি আসনের নির্বাচনে ইভিএম ব্যবহারের জন্য পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু সেটা করতে হলে নতুন ২ লক্ষ ইভিএম কিনতে খরচ করতে হত ৮ হাজার ৭১১ কোটি টাকা। কিন্তু দেশের বর্তমান আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত স্থগিত করা হল।