প্রতীকী ছবি (File Image)

নয়াদিল্লি: পাকিস্তানের (Pakistan) কয়েকটি শহরে ইন্টারনেট বন্ধ (Internet Shut Down) করে দেওয়া হয়েছে। ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি এবং করাচির মতো প্রধান শহরগুলিতে, প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Former PM Imran Khan) নেতৃত্বে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (Pakistan Tehreek-E-Insaf) পার্টির পরিকল্পিত বিক্ষোভের আগে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। দলটি দেশের অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাঁদের বিভিন্ন দাবির পাশাপাশি কারাবন্দী ইমরান খানের মুক্তির দাবিও করছে।তাঁরা শেহবাজ শরিফ সরকারের প্রস্তাবিত সংবিধান সংশোধনীর বিরুদ্ধে বিক্ষোভ চালাচ্ছে।

এদিকে পাঞ্জাবে ১৪৪ ধারা জারি করা হয়েছে। লাহোর, অ্যাটক এবং সারগোধার মতো শহরে ৪ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত রাজনৈতিক সমাবেশ নিষিদ্ধ করেছে। শৃঙ্খলা বজায় রাখার জন্য রেঞ্জারদের মোতায়েন করা হয়েছে। ইসলামাবাদ পুলিশ সাতটি বিশেষ দল গঠন করেছে, যার প্রতিটির নেতৃত্বে একজন সাব-ইন্সপেক্টর এবং ১৫ থেকে ১৭ জন অফিসার নিয়ে গঠিত।