Eid 2025: রমজান মাস প্রায় শেষের দিকে। খুশির ঈদের আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি। দীর্ঘ এক মাস পবিত্র রোজা রাখার পর চাঁদ দেখার মধ্য দিয়ে ঈদ উদযাপন করে থাকেন বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মানুষ।চন্দ্রচক্রের উপর ভিত্তি করে প্রতি বছর ঈদুল ফিতর এবং রমজানের সময় ভিন্ন হয়। নতুন চাঁদ দেখা না যাওয়া পর্যন্ত রমজান বা ঈদ হয় না। বিশ্বের বিভিন্ন মুসলমানের জন্য এটি ভিন্ন দিনে হয়।
২০২৫ সালে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে বাংলাদেশের জ্যোতির্বিজ্ঞানী সংস্থা। জ্যোতির্বিজ্ঞানীদের সূক্ষ্ম গবেষণা ও হিসাব-নিকাশ থেকে এই তথ্য পাওয়া গিয়েছে যে, বাংলাদেশে ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা আগামী ৩১ মার্চ। আগামী ৩০ মার্চ সন্ধ্যায় বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা যেতে পারে। তবে আকাশ মেঘলা থাকলে তা নাও দেখা যেতে পারে।
বৈজ্ঞানিক দৃষ্টিকোন থেকে ৩০ মার্চ চাঁদ দেখার সম্ভাবনা থাকলেও ঈদ উদযাপনের দিন নির্ধারণে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জানতে আগামী ৩০ মার্চ অনুষ্ঠেয় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের ওপরই নির্ভর করছে বাঙ্গালেশের মানুষ।
ঈদ কি?
ঈদ আরবি শব্দ, যার অর্থ 'উৎসব' বা 'ভোজ' । তবে এটি সাধারণত 'উদযাপন' অর্থে ব্যবহৃত হয়। বিশ্বজুড়ে মুসলমান সম্প্রদায়ের মানুষ দুটি প্রধান উৎসব উদযাপন করে। একটি হল ঈদুল ফিতর, যার অর্থ ‘রোজা ভাঙার উৎসব’ এবং অন্যটি হল ঈদুল আযহা যার অর্থ ‘ত্যাগের উৎসব’।