পুতিনের গাড়িতে বিস্ফোরণ (ছবিঃX)

নয়াদিল্লিঃ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি গাড়িতে বিস্ফোরণ। রুশ গোয়েন্দা সংস্থা এফএসবির সদর দফতরে কাছে আচমকাই বিস্ফোরণের ঘটনা ঘটে পুতিনের বহুমূল্যের গাড়ি লিমুজিনে। বিস্ফোরণের সময় গাড়িটিতে কেউ ছিল না। ফলে হতাহতের কোনও খবর মেলেনি। জানা গিয়েছে, লুবিয়াঙ্কার কাছে অবস্থিত মস্কোর এফএসবি সদর দফতরের উত্তরের একটি রাস্তায় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে গত ২৯ মার্চ। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই মুহূর্তের ছবি। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে গোটা গাড়ি। আগুন নেভাতে এগিয়ে এসেছেন পথচলতি মানুষ। গাড়ির ইঞ্জিন থেকে এই আগুন লাগে বলে প্রাথমিক ভাবে ধারণা।

পুতিনের গাড়িতে বিস্ফোরণ

রুশ সংবাদমাধ্যম সূত্রে খবর, বিস্ফোরণে পুড়ে যাওয়া 'অরাস সেনাট লিমুজিন' গাড়িটির দাম ২ লাখ ৭৫ হাজার পাউন্ড। রুশ প্রেসিডেন্টের যাতায়তের জন্যে বরাদ্দ ছিল গাড়িটি। অন্যদিকে পুতিনের আয়ু নিয়ে সম্প্রতি একটি মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, "পুতিনের আয়ু আর বেশি দিন নেই। খুব শীঘ্রই ওঁ মারা যাবে। আর এটা সত্য। আর যুদ্ধেরও শেষ হবে।" ইউক্রেনের প্রেসিডেন্টের এই ধরনের মন্তব্যের পরই পুতিনের গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটায় এই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।

পুতিনের গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, পুড়ে ছাই বহুমূল্যের লিমুজিন