বাড়ির উপরে আছড়ে পড়ল বিমান। মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটার ব্রুকলিন পার্কে একটি বাড়ির উপর বিমান ধসে পড়ার ঘটনা ঘটেছে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে আগুন জ্বলে ওঠে উড়ানে। সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িটিতে। বিমান এবং বাড়ির আগুন মিলে সাংঘাতিক এক অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। দাউদাউ করে জ্বলতে দেখা যায় বিশাল এলাকা।
মার্কিন যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান এবং বাণিজ্যিক মহাকাশ পরিবহন নিয়ন্ত্রণকারী সংস্থা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানাচ্ছে, শনিবার আইওয়া থেকে মিনেসোটার দিকে যাচ্ছিল ওই ছোট বিমানটি। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই মিনিয়াপলিসের শহরতলির আবাসিক এলাকায় একটি বাড়ির উপর বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিমানের মধ্যে একজনই যাত্রা করছিলেন। দুর্ঘটনায় তিনি মারা গিয়েছেন। তবে বিমান ভেঙে যে বাড়িটির উপর পড়েছে তাতে কোন আবাসিক সেই সময়ে উপস্থিত ছিলেন না। ফলে মৃতের সংখ্যা কিছুটা এড়ানো গিয়েছে। কিন্তু কী কারণে বিমানটি বিধ্বস্ত হল সেই বিষয়ে এখনও কিছু স্পষ্ট করে জানা যায়নি।
বাড়ির উপরে আছড়ে পড়ল বিমান, দাউদাউ করে জ্বলে উঠল আগুনঃ
BREAKING: A plane crashes into a home in Brooklyn Park, Minnesota, engulfing it in flames.
Officials say no one inside the house was injured.
— Republicans against Trump (@RpsAgainstTrump) March 29, 2025
দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছয় দমকল বাহিনী। তৎপরতার সঙ্গে শুরু হয় আগুন নেভানোর কাজ।