ব্রাসেলস, ৫ ফেব্রুয়ারি: ইউরোপীয় ইউনিয়ন (European Union) শনিবার গ্রুপ অব সেভেন (G7) এর সাথে মিলিতভাবে সমুদ্রজাত রাশিয়ান পেট্রোলিয়াম পণ্যের জন্য আরও মূল্য সীমা গ্রহণ করেছে বলে ইউরোপীয় কমিশনের (European Commission) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কমিশন জানিয়েছে, পেট্রোলিয়াম পণ্যের দামের ঊর্ধ্বসীমা, যেমন ডিজেল, কেরোসিন ও গ্যাসোলিন, প্রতি ব্যারেল ১০০ ডলার, অন্যদিকে, পেট্রোলজাত পণ্যে ছাড়ের সীমা বেঁধে দেওয়া হয়েছে, যেমন জ্বালানি তেল ও ন্যাপথা, প্রতি ব্যারেল ৪৫ ডলার নির্ধারণ করা হয়েছে।
Today, together with our G7 partners, we have adopted further price caps for seaborne Russian petroleum products (such as diesel and fuel oil).
This decision will hit Russia's revenues even harder and reduce its ability to wage war in Ukraine.
Learn more ↓ #StandWithUkraine
— European Commission 🇪🇺 (@EU_Commission) February 4, 2023
আজ রবিবার থেকে এই মূল্যসীমা কার্যকর হবে। এদিকে, ২০২২ সালের জুনে রাশিয়ার পেট্রোলিয়াম পণ্য আমদানিতে ইইউর নিষেধাজ্ঞাও রবিবার থেকে কার্যকর হবে। গত ডিসেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) রাশিয়ার তেল ও পেট্রোলিয়াম পণ্যের সরবরাহ নিষিদ্ধ করার বিষয়ে একটি ডিক্রিতে স্বাক্ষর করেন, যদি চুক্তিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মূল্যসীমা নির্ধারণ করা হয়।