
নয়াদিল্লিঃ মত্ত(Drunk) অবস্থায় প্রকাশ্যে বাস ঠেলছেন তরুণী। ভাইরাল(Delhi Viral Video) ভিডিয়োকে ঘিরে শোরগোল নেটপাড়ায়। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে দিল্লির মোহন গার্ডেন এলাকায়। তরুণীর কীর্তিতে কিছুক্ষণের জন্য ব্যহত যান চলাচল। ওই মুহূর্তের ভিডিয়ো ভাইরাল হতেই তদন্তে নেমে জানা যায়, ঘটনাটি ঘটেছে গত ৮ মার্চ। আচমকাই বাসের সামনে চলে আসেন ওই তরুণী। কোনও রকমে বাস থামান চালক। এরপরই দু'হাত দিয়ে বাসটিকে ঠেলার চেষ্টা করেন তিনি। কোনওরকমে তাকে সেখান থেকে সরানোর চেষ্টা করেন বাস চালক।
প্রকাশ্যে এল মদ্যপ তরুণীর কীর্তি, ভাইরাল ভিডিয়ো
কিন্তু তাতেও থামানো যায়নি ওই তরুণীকে। পরে রাস্তার মাঝে শুয়ে পড়েন তিনি। যুবতীর এই কার্যকলাপে সমস্যার সম্মুখীন হন পথচলতি মানুষ। পরবর্তীতে উপস্থিত জনতা ওই তরুণীকে ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে যেতে বাধ্য হন। ওই মুহূর্তের একটি ভিডিয়ো ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিয়োতে নেতিবাচক প্রতিক্রয়া জানিয়েছেন নেটিজেনদের একাংশ।
মত্ত অবস্থায় তরুণীর অস্বাভাবিক কার্যকলাপ, দু'হাতে ঠেলছেন বাস, ভাইরাল ভিডিয়ো
Delhi: Traffic Disrupted After Drunk Woman Tries To Push DTC Bus, Lies on Road in Mohan Garden; Video Goes Viralhttps://t.co/IMtPOhUHM2#Delhi #MohanGarden #DrunkWoman #DTCBus #ViralVideo @lavelybakshi @medineshsharma
— LatestLY (@latestly) March 9, 2025