Chhaava, Baahubali 2 (Photo Credits: X)

মুম্বই, ১১ মার্চঃ বক্স অফিসে ঘোড়া ছোটাচ্ছে ভিকি কৌশলের 'ছাবা' (Chhaava)। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে তে মুক্তি পেয়েছিল লক্ষ্মণ উতেকর (Laxman Utekar) পরিচালিত ছবি 'ছাবা'। ভিকির (Vicky Kaushal) অনবদ্য অভিনয়ের জেরে পর্দায় ছত্রপতি সম্ভাজি মহারাজ আরও একবার জীবন্ত হয়ে উঠেছেন। ভারতের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে খোদাই করা মারাঠা সম্রাটকে যে তীব্র শারীরিক যন্ত্রণা দিয়ে মুঘলরা হত্যা করেছে সেই কাহিনী প্রেক্ষাগৃহের পর্দায় দেখে চোখে জল আর গায়ে কাঁটা দিয়েছে প্রতিটা দর্শকের।

মুক্তির পর চতুর্থ সপ্তাহে প্রবেশ করেছে ভিকি কৌশল (Vicky Kaushal), রশ্মিকা মন্দনা (Rashmika Mandanna), অক্ষয় খান্না, আশুতোষ রানা, ডায়ানা পেন্টি অভিনীত ছবি ছাবা। লক্ষ্মণের ছবির ঝড়ের গতির ব্যবসা পিছনে ফেলে দিল বাহুবলি ২-এর (Baahubali 2) বক্স অফিস সংগ্রহকে। 'বাহুবলী ২'-এর হিন্দি সংস্করণের ব্যবসাকে ছাপিয়ে গিয়ে বক্স অফিসে ষষ্ঠ সর্বোচ্চ আয়কারী হিন্দি ছবির তকমা পেল ছাবা।

ট্রেড ওয়েবসাইট স্যাকনিল্কের প্রতিবেদন অনুসারে, মুক্তির ২৫ দিন পর ছাবার বক্স অফিস সংগ্রহ দাঁড়িয়ে ৫২৬.০৫ কোটি টাকায়। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত প্রভাস (Prabhas) অভিনীত 'বাহুবলী ২' হিন্দি সংস্করণ ৫১১ কোটি টাকা ব্যবসা করেছিল। ছাবা ছাপিয়েছে সানি দেওল অভিনীত 'গদর ২'এর (Gadar 2) রেকর্ডও। 'গদর ২' হিন্দি ভাষায় ব্যবসা করেছিল ৫২৫.৭ কোটি টাকা। তবে সুকুমার অভিনীত 'পুষ্প ২: দ্য রুল'এর (Pushpa 2: The Rule) হিন্দি সংস্করণ ৮৩৫.৩৬ কোটি টাকা আয় করে তালিকার সর্বোচ্চ আয়কারী হিন্দি ছবি হিসেবে নিজের জায়গা ধরে রেখেছে।