ভারতীয় ইতিহাস বা ভগবানতুল্য কোনও চরিত্র নিয়ে যখনই কোনও সিনেমা হয়, তখনই নির্মাতা বা অভিনেতারা চিন্তায় থাকেন যে এই প্রজেক্ট নিয়ে যেন কোনও বিতর্ক সৃষ্টি না হয়। অতীতে পদ্মাবত, বাজিরাও মস্তানী, আদিপুরুষ কিংবা পৃথ্বীরাজের মতো সিনেমাগুলির ক্ষেত্রে দেশজুড়ে প্রতিবাদ হয়ছিল। কিন্তু ছাবা (Chhaava)-র ক্ষেত্রে সেটা হয়নি। শুধু একটি গান নিয়ে মুক্তির আগেই আপত্তি থাকায় সেটা নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ার আগেই বাদ দিয়ে দিয়েছিলেন নির্মাতারা। ফলে মুক্তির পর থেকে কারোর সেভাবে ধর্মীয় ভাবাবেগে আঘাত হয়নি। বরং মহারাষ্ট্রের মতো জায়গায় চুটিয়ে ব্যবসা করছে ভিকি কৌশল অভিনীত ছবি ছাবা।

এমনকী এই ছবি নিয়ে প্রশংসায় পঞ্চমুখ খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi )। শুক্রবার মহারাষ্ট্রে অখিল ভারতীয় মারাঠি সাহিত্য সম্মেলনে (Akhil Bharatiya Marathi Sahitya Sammelan) এসেছিলেন তিনি। সেখানে ছত্রপতি সম্ভাজি মহারাজ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "ইদানিং দেশজুড়ে ছাবা খুব ভালো প্রশংসা পাচ্ছে"। প্রসঙ্গত, শিবাজি সাওয়ান্তের মারাঠী উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে ভিকি কৌশলের এই ছবি। যেখানে মুখ্য চরিত্রে দেখা যায় তাঁকে। অন্যদিকে ঔরঙ্গজেবের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় খান্না। এছাড়া বিনীত কুমার, রাশ্মিকা মন্দানার মতো অভিনেতা অভিনেত্রীরা।

দেখুন কী বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

চলতি মাসেই মুক্তি পেয়েছে ছাবা। যেখানে ছত্রপতি সম্ভাজি মহারাজ ও ঔরঙ্গজেবের দ্বন্দ্বকে পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিচালক লক্ষণ উতেকার। ছবিতে ভিকি কৌশল কেরিয়ারে সেরা পারফর্মেন্স দিয়েছেন বলে দাবি করছেন সমালোচকরা।