
মরিশাস সফরে গিয়েছেন নরেন্দ্র মোদী (PM Modi in Mauritius)। এই নিয়ে পঞ্চমবার পূর্ব আফ্রিকার ওই দ্বীপরাষ্ট্রে গেলেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার দুদিনের সফর সূচি নিয়ে মরিশাস পৌঁছলেন তিনি। মোদীকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন মরিশাস প্রধানমন্ত্রী নবীন রামগুলাম এবং গোটা মন্ত্রিসভা। শুধু তাই নয়, মোদীর আগমনে এদিন বিমানবন্দরে উপস্থিত ছিলেন দ্বীপরাষ্ট্রের প্রধান বিচারপতিরাও। রাজধানী পোর্ট লুইসে (Port Louis) পৌঁছে মরিশাস রাষ্ট্রপতি ধরমবীর গোখুল (Dharambeer Gokhool) এবং ফার্স্ট লেডি বৃন্দা গোখুলের (Vrinda Gokhool) সঙ্গে দেখা করেন মোদী। দ্বীপরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের জন্যে নিজের দেশ থেকে নানাবিধ উপহার নিয়ে যান নমো। ভারতের কোন কোন জিনিস মরিশাস রাষ্ট্রপতির হাতে উপহার স্বরূপ তুলে দিলেন মোদী?
প্রয়াগরাজ থেকে ত্রিবেণী সঙ্গমের জল, বিহারের মাখানা, একটি গণেশ মূর্তি মোদী তুলে দিলেন রাষ্ট্রপতি ধরমবীর গোখুল এবং ফার্স্ট লেডি বৃন্দা গোখুলের হাতে। শুধু তাই নয়, মরিশাসের ফার্স্ট লেডিকে একটি বেনারসি শাড়িও উপহারে দেন ভারতের প্রধানমন্ত্রী (Narendra Modi)।
মরিশাস রাষ্ট্রপতির জন্যে মোদীর উপহারের ঝুলিঃ
বারাণসীর জনপ্রিয় শাড়ি বেনারসি ভারতীয় সাংস্কৃতিক এবং ঐতিহ্যের প্রতীক। বৃন্দা গোখুলকে দেওয়া নীল রঙের ওই বেনারসি শাড়িটিতে রয়েছে রূপালী জরির কাজ। গুজরাটের একটি সাদেলি বাক্সে সাজিয়ে ওই বেনারসি বৃন্দারর হাতে তুলে দেন মোদী। গুজরাটি ঐতিহ্যবাহী হাতের কাজ করা কাঠের এই বাক্স মূল্যবান শাড়ি, গয়না বা স্মৃতিচিহ্ন সংরক্ষণের জন্যে ব্যবহার করা হয়।