Pakistan Diplomat (Photo Credit: X)

দিল্লি, ১১ মার্চ: পাকিস্তানের (Pakistan) কূটনীতিককে ঢুকতে দেওয়া হল না আমেরিকায় (US)। তুর্কমেনিস্তানে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত (Pakistan diplomat) মার্কিন মুলুকের উদ্দেশে রওনা দেন। লস এঞ্জেলসে ছুটি কাটাবেন বলে তিনি প্রবেশ করতে যান। তবে লস এঞ্জেলসে তাঁকে প্রবেশ করতে দেওয়া হয়নি। লস এঞ্জেলসে কর্মকর্তারা পাক কূটনীতিক কে কে ওয়াগনকে ফেরৎ পাঠান বলে খবর।

কে কে ওয়াগনের ভিসা সংক্রান্ত কাগজপত্রে গলদ ছিল। এ বিষয়ে এই তথ্য জানানো হয় আমেরিকার তরফে। কাগজপত্রে গলদ ছিল বলেই কে কে ওয়াগনকে লস এঞ্জেলসে প্রবেশ করায় বাধা দেন মার্কিন কর্মকর্তারা। এমনই দাবি করা হয় পাক বিদেশ মন্ত্রকের তরফে প্রকাশ করা খবরে।

তুর্কমেনিস্তানে কর্মরত পাকিস্তানি রাষ্ট্রদূতের অভিজ্ঞতা বিস্তর। বহু বছর তিনি পাকিস্তানের বিদেশ মন্ত্রকের কর্মরত। কাঠমান্ডুতেও পাকিস্তানি দূতাবাসের আধিকারিক তিনি ছিলেন। এমনকী বিদেশ বসবাসকারী পাকস্তানিদের সঙ্গেও দীর্ঘদিন তিনি কাজ করেছেন। এমন অভিজ্ঞ কূটনীতিককে এবার আমেরিকায় প্রবেশ বাধা দিলেন মার্কিন কর্মকর্তারা।