Elon Musk (Photo Credit: X)

ওয়াশিংটন ডিসি, ১১ মার্চ: ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট পদে ফেরার পিছনে বড় ভূমিকা ছিল দুনিয়ার ধনীতম ব্যক্তি ইলন মাস্ক (Elon Msuk)-এর। ট্রাম্পের প্রচারে রেকর্ড অর্থ অনুদান থেকে সরাসরি প্রচার করে ট্রাম্পের জয়ে নেপথ্য নায়ক হয়েছিলেন মাস্ক ট্রাম্প ক্ষমতায় ফেরা নিশ্চিত হওয়ার পর মাস্কের সম্পদ প্রায় দ্বিগুণ হয়েছিল। গত ২০ জানুয়ারি ট্রাম্প যখন আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন, তখন মাস্কের মোট আর্থিক সম্পদ ছিল ৪৮৬ বিলিয়ন আর্থিক ডলার। কিন্তু গত কয়েক মাসে ট্যারিফ বা শুল্ক থেকে সরকারী কর্মীদের চাকরি থেকে তাড়িয়ে দেওয়া, ইউরোপ নিয়ে ইউ টার্ন নীতি নিয়ে দেশের অর্থনীতিকে বড় বিপদের সামনে দাঁড় করিয়েছেন। ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর থেকে শুরুর কটা দিন বাদ দিলে, গত ১৫-২০ দিনে শেয়ার বাজারে বড় ধস নেমেছে। পরিস্থিতি এখন এমন জায়গায় দাঁড়িয়েছে সেখানে মার্কিন মুলুকে খুব বড় মাপের অর্থনৈতিক মন্দার আশঙ্কা করা হচ্ছে।

মাস্কের বড় ক্ষতি

শেয়ার বাজারে বড় ধসে ট্রাম্প প্রশাসনের সদস্য মাস্কের ভয়াবহ ক্ষতি হয়েছে। সঙ্গে আবার মাস্কের সবচেয়ে বড় আয়ের উৎস টেসলার বিক্রি গোটা বিশ্বজুড়ে হু হু করে কমে গিয়েছে। এর ফলে গত ৪০-৪৫ দিনের মধ্যে মাস্কের আর্থিক সম্পত্তি থেকে ১৩২ বিলিয়ন ডলার খোয়া গিয়েছে। তবে এখনও ৩৫৪ বিলিয়ন মার্কিন ডলারের মালিক মাস্কই দুনিয়ার ধনীতম ব্যক্তি। মাস্কের পিছনে দুনিয়ার ধনীতম তালিকার দুই নম্বরে আছেন অ্যামাজন প্রধান জেফ বেজোস (২৩৯ বিলিয়ন ডলার)।

কীভাবে ঘুরে দাঁড়াবেন মাস্ক!

যদিও ট্রাম্প সঙ্গে থাকায় আগামী কয়েক মাসের মধ্যে স্পেসএক্স থেকে এক্সএআই সহ তার নানা কোম্পানিতে মার্কিন প্রশাসনের সঙ্গে মোটা অর্থের কনট্রাক্ট পেতে পারেন মাস্ক। তবে এখন যে টেসলার প্রধান বেশ চাপে তা সন্দেহ নেই।