
মুম্বই, ১১ মার্চঃ বলি পাড়ায় জোর গুঞ্জন 'কৌন বনেগা ক্রোড়পতি' থেকে অবসর নিতে চলেছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। দীর্ঘ ২৫ বছর ধরে চলা প্রশ্নোত্তরের এই অনুষ্ঠানকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন 'বিগ বি'। আগের মতো আর সংলাপ মনে থাকছে না তাঁর। জরা গ্রাস করছে তাঁর শরীর। তাই এবার অব্যাহতি চাইছেন তিনি। এই বিষয়ে অমিতাভ এখনও সরাসরি কোন ঘোষণা করেননি। কিন্তু বলিউডের অন্দরে কান পাতলে এই গুঞ্জন শোনা যাচ্ছে। এরই মাঝে খবর ছড়িয়েছে, প্রবীণ অভিনেতা পবিত্র নগরী অযোধ্যায় একটি জমি কিনেছেন।
কৌন বনেগা ক্রোড়পতি নির্মাতাদের অমিতাভ জানিয়েছেন তাঁর বিকল্প খুঁজে নেওয়ার জন্যে। 'বিগ বি'র বিকল্প হিসাবে কাকে ভাবছেন টেলিভিশন চ্যানেলের কর্তারা? সেই আভাসও মিলেছে। অমিতাভের জায়গায় কৌন বনেগা ক্রোড়পতি'র সঞ্চালনায় শাহরুখ খান কিংবা ঐশ্বর্য রাই বচ্চনকে ভাবছেন চ্যালেন কর্তৃপক্ষ। তবে নিশ্চিত ভাবে এখনও কোন কিছুই ঘোষণা করা হয়নি নির্মাতাদের তরফে।
কাজ থেজে অবসর চান অমিতাভ বচ্চনঃ
ছবিতে কাজ প্রায় বন্ধই করে দিয়েছেন বিগ বি। তবে টেলিভিশন শো 'কৌন বনেগা ক্রোড়পতি'র সঞ্চালনা চালিয়ে যাচ্ছিলেন তিনি। এবার তা থেকেও বিদায় নিতে চান বর্ষীয়ান অভিনেতা। কাজ থেকে অব্যাহতি নিয়ে বাবা তথা কিংবদন্তি কবি হরিবংশরাই বচ্চনের জন্য একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের পরিকল্পনা শুরু করেছেন তিনি। সেই লক্ষ্যে উত্তরপ্রদেশের অযোধ্যায় কিনে ফেলেছেন জমি। অযোধ্যার রাম মন্দির থেকে মাত্র ১০ কিলোমিটারের দূরত্বে অবস্থিত ৫৪,৪৫৪ বর্গফুটের এই জমি। সেখানেই বিগ বি গড়ে তুলতে চান একটি স্মৃতিস্তম্ভ। বাবা হরিবংশ রাই বচ্চনের সাহিত্যিক উত্তরাধিকারকে বিশেষ সম্মান জানিয়ে এমন একটি স্থান তৈরি করতে চান যেখানে মানুষ তাঁর কালজয়ী কবিতা স্মরণ করতে এবং উদযাপন করতে পারেন।
অযোধ্যায় বচ্চন পরিবারের কেনা এটি দ্বিতীয় জমি। এর আগে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পর, অমিতাভ বচ্চনের হরিবংশ রাই বচ্চন মেমোরিয়াল ট্রাস্ট অযোধ্যায় একটি জমি ক্রয় করেছিল। যার দাম পড়েছিল ৪.৫৪ কোটি টাকা। উল্লেখ্য, ২০১৩ সালে হরিবংশ রাই বচ্চন মেমোরিয়াল ট্রাস্ট প্রতিষ্ঠা করেন অমিতাভ। এই প্রতিষ্ঠানের লক্ষ্য, দাতব্য কাজের জন্য তহবিল সংগ্রহ করা।