
চেন্নাই, ১১ মার্চ: পরীক্ষা (Exams) দিতে যাওয়ার পথে হামলা চালানো হল এক দলিত ছাত্রের (Dalit Student) উপর। পরীক্ষার হলে পৌঁছনোর আগে ওই দলিত পড়ুয়ার উপর হামলা চালিয়ে, তাঁর আঙুল কেটে দেওয়ার অভিযোগ উঠল। তামিলানড়ুর (Tamil Nadu) তিরুনেলভেলিতে এমনই একটি ঘটনার জেরে আতঙ্ক ছড়ায়। যেখানে পরীক্ষা দিতে যাওয়ার পথে পড়ুয়ার উপর হামলা চালিয়ে তাঁর আঙুল কেটে দেওয়া হয় বলে খবর।
থাঙ্গা গণেশ নামে এক শ্রমিকের ছেলে দেবেন্দ্রন যখন পরীক্ষা দিতে যাচ্ছিল, সেই সময় তার উপর হামলা হয়। পরীক্ষা দিতে স্কুলে পৌঁছনোর আগেই দেবেন্দ্রনের উপর হামলা চালিয়ে তার আঙুল কাটা হয়। মঙ্গলবার সকালে দেবন্দ্রন যখন স্কুলের দিকে রওনা দেয়, সেই সময় চলে হামলা। ৩ অজ্ঞাত পরিচয় যুবক দেবেন্দ্রনের উপর হামলা চালায়। ৩ জন মিলে একযোগে দেবেন্দ্রনকে মারধর শুরু করে। তার আঙুল কেটে দেয়। এরপর কাটা জায়গায় স্যাঁকা দিতে শুরু করে দেশলাই জ্বালিয়ে।
দেবেন্দ্রনের চিৎকারে আশপাশে লোকজন জড়ে হলে, দুষ্কৃতীরা ঘটনাস্থল ছেড়ে পালায়। এরপর গুরুতর অবস্থায় রক্তাক্ত দেবেন্দ্রনকে ভর্তি করা হয় হাসপাতালে। তিরুনেলভেলির একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয় দেবেন্দ্রনকে। আপাতত সেখানেই তার চিকিৎসা চলছে।
রিপোর্টে প্রকাশ, দেবেন্দ্রনের আঙুল বাঁচাতে চিকিৎসকদের ২০ জনের একটি দল গঠন করা হয়। এরপর ৮ ঘণ্টা ধরে চলে অস্ত্রোপচার। ৮ ঘণ্টা ধরে অস্ত্রোপচারের পর দেবেন্দ্রনের আঙুল জোড়া লাগান চিকিৎসকরা। অস্ত্রোপচার হলেও, দেবেন্দ্রনকে নজরে রেখেছেন চিকিৎসকরা। কোনওভাবে যাতে তার শারীরিক অবস্থার অবনতি না হয়, সেদিকে খেয়াল রাখন চিকিৎসকরা। ঘটনার আকষ্মিকতায় হতবাক গোটা এলাকার মানুষজন।