
দিল্লি, ১০ মার্চ: জিও সিনেমা (Jio Cinema) এবং ডিজনি হটস্টারের মেলবন্ধন জিও হটস্টার (Jio Hot Star) মন কেড়েছে দর্শকদের। তবে জিও সিনেমার রিচার্জ করালে যে সুযোগ সুবিধা এতদিন মিলত, তা সরানো হয়েছে। তার পরিবর্তে রবিবার নতুন করে একটি প্ল্যান প্রকাশ করেছে জিও। যেখানে জানানো হয়েছে, জিও হটস্টারের ৯০ দিনের অর্থাৎ ৩ মাসের সাবস্ক্রিপশন অত্যন্ত সহজে আপনি নিতে পারেন। অর্থাৎ ৯০ দিনের জন্য যদি আপনি জিও হটস্টারের সাবস্ক্রিপশন করতে চান,তাহলে খরচ করতে হবে মাত্র ১০০ টাকা। ১০০ টাকার মধ্যেই আরনি ৩ মাসের জন্য জিও হটস্টার দেখতে পারবেন। যেখানে আপনি ৫জিবি ডেটা পাবেন বলেও জানানো হয়েছে।
জিও ডট কমে যে প্ল্যান বর্তমানে রয়েছে, সেখানে ৯০ দিনে জন্য ১০০ টাকা বলা হয়েছে। সেই সঙ্গে জিও হটস্টারের জন্য ১৪৯ টাকা নথিভুক্ত রয়েছে। সেক্ষেত্রে ৯০ দিনের জন্য আপনি জিও হটস্টার চালাতে পারবেন, তবে খসাতে হবে ১৪৯ টাকা। মোবাইল ফোন এবং টিভির ক্ষেত্রে এই প্ল্যান প্রযোজ্য। মোবাইল ফোনে জিও হটস্টারের ১৪৯ টাকার প্ল্যান নিয়ে আপনি সিনেমা থেকে ওয়েব সিরিজ সব দেখতে পারবেন। সামনেই শুরু হচ্ছ আইপিএল। এই আইপিএলের সময়ও আপনি টিভি এবং মোবাইল ফোনে এই জিও হটস্টার চালাতে পারবেন বলে জানানো হয়েছে।