Katrina Kaif (Photo Credit: Instagram)

মুম্বই, ১০ মার্চ: বলিউডের (Bollywood) প্রথম সারির অভিনেত্রী তিনি। বলিউডের অন্যতম অভিনেত্রী হয়েও, কেরিয়ারে তাঁকে 'রিজেকশনের' স্বীকার হতে হয়েছে। যে ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) সৌন্দর্যে কুপোকাত আট থেকে আশির হৃদয়, সেই অভিনেত্রীকেও এক সময় সিনেমা থকে বাদ দেওয়া হয়। তাও আবার একদিনের শ্যুটিংয়ের পর। না, কোনও সংবাদমাধ্যমের প্রকাশ করা খবর নয়। ক্যাটরিনা কাইফ নিজের এক সাক্ষাৎকারে এমন তথ্য দেন।

ক্যাটরিনা জানান, তাঁর কেরিয়ারের প্রথম দিকে পরিচালক অনুরাগ বসুর একটি সিনেমা থেকে তাঁকে বাদ দেওয়া হয়। মাত্র একদিনের শ্যুটিংয়ের পর ওই সিনেমা থেকে তাঁকে বাদ দেওয়া হয়। 'ছায়া' নামে একটি সিনেমায় একদিনের শ্যুটিংয়ের পর তাঁকে বাদ দেওয়া হয় বল ক্যাটরিনা জানান। ওই সময় তিনি সম্পূর্ণভাবে ভেঙে পড়েন।

ক্যাটরিনার কথায়, সিনেমা থেকে বাদ পড়ায় তিনি ভাবতে শুরু করেন, তাঁর কেরিয়ার বুঝি এখানেই শেষ। তবে বর্তমানে বুঝতে পারেন, কেরিয়ারে 'রিজেকশন' না থাকলে, বড় হওয়া যায় না। বিশেষ করে অভিনেতারা বাড়তে পারেন না।

প্রসঙ্গত ২০০৩ সালে মুক্ত পায় পরিচালক অনুরাগ বসুর সিনেমা 'ছায়া'। একট হলিউডের সিনেমার অনুকরণে তৈরি হয় এই ছবি। অনুরাগ বসুর এই সিনেমায় অভিনয় করেন জন আব্রাহাম, তারা শর্মা,মহিমা চৌধুরীরা। ওই সিনেমা থেকেই প্রথম দফার শ্যুট করার পর বাদ দেওয়া হয় ক্যাটরিনা কাইফকে।