China: চিনে ফের করোনা আতঙ্ক, হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা
ফের থাবা বসাচ্ছে করোনা আতঙ্ক

বেজিং, ৩১ জুলাই: চিনে (China) ফের নতুন করে থাবা বসাচ্ছে করোনা (Coronavirus)। ভারত যখন দ্বিতীয় ঢেউয়ের দাপট শেষে তৃতীয় ঢেউ নিয়ে আতঙ্কের প্রহর গুনছে, সেই সময় চিনেও নতুন করে করোনা থাবা বসাতে শুরু করেছে।

রিপোর্ট প্রকাশ, চিনের ফুজিয়ান প্রদেশ এবং চংগিংয়ে বাড়ছে কোভিড (COVID 19) আতঙ্ক। শুধু তাই নয়, বেজিংয়েও করোনা থাবা বাসতে শুরু করেছে বলে খবর। সম্প্রতি গোটা দেশ জুড়ে কমপক্ষে প্রায় এক হাজার জনের করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলেছে নতুন করে। যার জেরে ফের চিন জুড়ে জারি করা হয়েছে সতর্কতা।

আরও পড়ুন: Jammu and Kashmir: পুলওয়ামায় জোরদার গুলির লড়াই, সেনা বাহিনীর নিশানায় নিহত ২ জঙ্গি

নানজিং প্রদেশেও ২০ জন করোনায় আক্রান্ত বলে খবর মিলছে। ফলে নানজিংয়ে জারি করা হয়েছে বিধি নিষেধ। সপ্তাহের  শেষে কেউ নানজিংয়ে বাইরে বের হতে পারবেন না বলে স্পষ্ট জানানো হয়েছে। সবকিছু মিলিয়ে করোনা ফের নতুন করে চিনের বিভিন্ন জায়গায় থাবা বসাচ্ছে কি না, তা নিয়ে জোরদার আতঙ্ক ছড়িয়েছে গোটা দেশ জুড়।