Chinese 'Spy' Vessel (Photo Credit: Twitter)

চিন এবং তাইওয়ানের মধ্যে চলা দ্বন্দ্বের পারদ ক্রমশই বাড়ছে। তাইওয়ানকে অধিগ্রহন করে নেওয়ার প্রচেষ্টা চিনের তরফ থেকে দীর্ঘদিনের। সেই প্রচেষ্টাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে চাইছে চিন।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে জানা গেছে এখনও পর্যন্ত দেশটির কাছাকাছি ৩৮ টি যুদ্ধ জাহাজ এবং পিপলস্ লিবারেশন আর্মির ৬ টি সমুদ্র জাহাজের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আর্ন্তজাতিক ভাষায় চিনের এই অবস্থানকে "গ্রে জোন" (Grey Zone) হিসেবে ব্যবহার করা হয়েছে। যার অর্থ হল শান্তি ও যুদ্ধের মধ্যবর্তী অবস্থা।

তাইওয়ানের ওপর চিনের আগ্রাসনের ঘটনা আজকের নয়। চিনের পক্ষ থেকে বারবার চেষ্টা করা হয়েছে তাইওয়ানকে নিজেদের দেশের সঙ্গে যুক্ত করার, কিন্তু বাঁধ সেধেছে পশ্চিমা রাষ্ট্র সহ একাধিক দেশ।

ইদানিং কারোর তোয়াক্কা না করেই ইউক্রেনে যুদ্ধ চালিয়েছে রাশিয়া। একটি দেশের আগ্রাসনের বিরুদ্ধে সরব হয়েছে পশ্চিমা দেশগুলি। এর পাশাপাশি দেশটিকে সাহায্যার্থে প্রচুর পরিমানে অর্থ ও অস্ত্র দিয়ে ও সাহায্য করা হচ্ছে।

সেপ্টেমবর ২০২০ থেকে তাইওয়ানের গ্রে জোনের পদ্ধতি বাড়িয়েছে চিন।মার্চ মাসেই ৩২৫ যুদ্ধ জাহাজ এবং ১০১ টি জলজাহাজ পাঠানো হয়েঠিল চিনের তরফে। তাইওয়ানের আশেপাশে নিযুক্ত করা হয়েছিল এই যুদ্ধজাহাজগুলিকে।