বিশ্ব উষ্ণায়ন। জলবায়ূ পরিবর্তন। এসবের জন্য ক্রমাগত বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসছে আতঙ্কের খবর। কানাডার সুবিশাল হিমশৈল গলছে। গোটা এলাকার ৪০ শতাংশ দখল করে থাকা সবচেয়ে বড় হিমশৈলও ভেঙে পড়েছে, যা মানহাট্টান শহরের থেকেও বড়। রয়টার্সের খবর অনুযায়ী, নুনাভাটের কিউকিকিউতালুক এলাকার এলেসমেয়ার দ্বীপের মিলনে হিমশৈল ভেঙে পড়েছে জলবায়ূ পরিবর্তনের জন্য।
কানাডার আইস সার্ভিসের তরফে টুইট করেও জানানো হয়েছে পুরো বিষয়টি। হিমশৈলের বরফ গলে পড়ছে উত্তর মহাসাগরে। তীব্র হাওয়া এবং হিমশৈলের সামনের সমস্ত বরফের চাঁই একের পর এক গলতে থাকার জন্যই এই বিশাল হিমশৈলটাও গলতে শুরু করে।
A huge section of the Milne #IceShelf has collapsed into the #Arctic Ocean producing a ~79 km2 ice island. Above normal air temperatures, offshore winds and open water in front of the ice shelf are all part of the recipe for ice shelf break up. #MilneIceIsland #Nunavut #seaice pic.twitter.com/fGfj8Me9tA
— ECCC Canadian Ice Service (@ECCC_CIS) August 2, 2020
বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে বিশ্বের তাপমাত্রা আগের তুলনায় ০.৬ ডিগ্রি বেড়ে গেছে। যদিও উষ্ণতা সবজায়গায় সমান নয়। বিংশ শতাব্দীতেই দু'বার উষ্ণতা বাড়াই হিমশৈল গলার কারণ।