Shreyas Iyer. (Photo Credits: X)

LSG vs PBKS IPL 2025 Live Streaming: দুটি দলেই এমন কিছু ক্রিকেটাররা আছেন যারা নিজের দিনে যে কোনও ম্যাচের রঙ বদলে দিতে পারেন। পন্থ এখনও রান না পেলেও লখবৌয়ের তুরুপের তাস তাদের অধিনায়কই। তবে লখনৌয়ের সবচেয়ে বড় আস্থার জায়গা তাদের চার বিদেশী- মিচেল মার্শ, নিকোলাস পুরান, আইডেন মার্করাম ও ডেভিড মিলার। আইপিএলের ইতিহাসে অনেক অবিশ্বাস্য ম্যাচ জেতানোর নজির পুরান ও মিলারের আছে। পুরো স্বদেশীয় বোলিং লাইনে লখনৌয়ের ভরসা শার্দুল ঠাকুর, রবি বিষ্ণোই, শাহবাজ আহমেদ-রা।

পন্থ বনাম আইয়ার, মিলার বনাম ম্যাক্সওয়েল

অন্যদিকে, পঞ্জাবের স্বস্তির জায়গায় তাদের নয়া অধিনায়ক শ্রেয়স আইয়ারের ফর্ম। সঙ্গে আছেন দুই বিস্ফোরক অজি গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কস স্টোয়নিস। যদিও পঞ্জাবের শক্তির জায়গা তাদের বোলিং লাইনআপ-আর্শদীপ সিংয়ের সঙ্গে প্রোটিয়া পেসার মার্কো জেনসেনের জুটিটা দারুণ। স্পেশালিস্ট স্পিনার হিসেবে যুজবেন্দ্র চাহালও দারুণ। হরপ্রীত ব্রারে চার ওভারে উইকেট পাওয়ার আশা থাকে। পঞ্চম বোলার হিসেনে ম্যাক্সওয়েল, স্টোয়নিস-রাও কার্যকরী। সব মিলিয়ে পন্থ বনাম শ্রেয়স, শার্দুল বনাম আর্শদীপ, মিলার বনাম ম্যাক্সওয়েল, পুরান বনাম স্টোয়নিস- দ্বৈরথ দারুণভাবে জমে যেতে পারে।

এক নজরে লখনৌ সুপার জায়েন্টস বনাম পঞ্জাব কিংস ম্যাচ নিয়ে নানা গুরুত্বপূর্ণ জিনিস--

কবে, কোথায় আয়োজিত হবে লখনৌ সুপার জায়েন্টস বনাম পঞ্জাব কিংস, আইপিএল ২০২৫-এর ম্যাচ?

আজ, পয়লা এপ্রিল লখনৌয়ের একানা স্টেডিয়ামে আয়োজিত হবে লখনৌ সুপার জায়েন্টস বনাম পঞ্জাব কিংস-এর মধ্যে আইপিএল ২০২৫ ম্যাচ।

কখন থেকে শুরু হবে এই ম্যাচ?

লখনৌ বনাম পঞ্জাব- আইপিএল ২০২৫-র ম্যাচটি ভারতীয় সময় সন্ধ্যা ৭.৩০ টা থেকে শুরু হবে। টস হবে সন্ধ্যা সাতটা থেকে।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলাটি?

LSG vs PBKS ম্যাচটি টিভিতে সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কের (Star Sports Network)-এর বিভিন্ন চ্য়ানেলে। স্টার স্পোর্টস ১, ৩-সহ স্টারের বিভিন্ন চ্যানেলে সরাসরি দেখা যাবে।

জেনে নিন লখনৌ বনাম পঞ্জাবের মধ্যে খেলাটি অনলাইনে কোথায় সরাসরি দেখবেন?

ভারতে অনলাইনে খেলাটি সরাসরি সম্প্রচার করা হবে জিও হটস্টার (JioHotstar) অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে।