
IPL 2025 LSG vs PBKS: গত আইপিএলের চ্যাম্পিয়ন অধিনায়ক শ্রেয়স আইয়ার দল বদলেও জয়ের রাস্তাতেই আছেন। এবার শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) পঞ্জাব কিংস লখনৌয়ে গিয়ে ৮ উইকেটে হারিয়ে এল ঋষভ পন্থের দলকে। ১৭১ রান তাড়া করতে নেমে শ্রেয়সের পঞ্জাব জিতল ৮ উইকেটে, ৯৮ বলে। ৩৪ বলে ৬৯ রানের দুরন্ত ইনিংস খেলে একানা স্টেডিয়ামে ম্যাচের সেরা হলেন পঞ্জাবের ওপেনার প্রভসিমরান সিং। ব্যাট হাতে ফের ব্যর্থ হলেন সঞ্জীব গোয়াঙ্কার দলের ২৭ কোটির অধিনায়ক পন্থ (২)। অন্যদিকে, রান তাড়া করতে নেমে কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে ৩০ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে আনলেন ২৬.৭৫ কোটির শ্রেয়স আইয়ার। গুজরাটের বিরুদ্ধে ৯৭ রানে অপরাজিত থাকার পর এদিন ৫২ রানের অপরাজিত থাকেন শ্রেয়স।
অপ্রতিরোধ্যে ফর্মে শ্রেয়স, ব্যর্থতার হ্যাটট্রিক ব্যাটার পন্থের
জয়ের জন্য ১৭১ রান তাড়া করতে নেমে শুরুতেই ওপেনার প্রিয়াঙ্গশ আর্য (৮)-র উইকেট হারায় পঞ্জাব। এরপর তৃতীয় উইকেটে প্রভসিমরন সিং (৩৪ বলে) ও শ্রেয়স আইয়ার ৪৪ বলে ৮৪ রান যোগ করে দলের জয় অনেকটাই নিশ্চিত করেন। প্রভসিমরনের আউটের পর নেহাল ওয়াধিরা (৪৩ অপারিজত)-কে নিয়ে ম্যাচ জিতিয়ে আসেন শ্রেয়স। পঞ্জাবের পেসার আর্শদীপ সিংয়ের ৩টি উইকেটও প্রীতি জিন্টার দলের জয়কে সহজ করল। বৃথা গেল লখনৌয়ের নিকোলাস পুরানের (৩০ বলে ৪৪) ভাল ইনিংস।
দারুণ জয় পঞ্জাবের
Statement victory ✅
Skipper's second 5⃣0⃣ this season ✅
Consecutive wins ✅
Punjab Kings cap off a perfect day 🙌#TATAIPL | #LSGvPBKS | @PunjabKingsIPL pic.twitter.com/HSrX8KwiY4
— IndianPremierLeague (@IPL) April 1, 2025
কে কোথায়
গুজরাটের পর লখনৌ-কে হারিয়ে চলতি আইপিএলে দুটি খেলে দুটিতেই জিতল পঞ্জাব। অন্যদিকে, ৩টি খেলে ১টি-তে জয়, আর ২টি-তে হেরে চাপে পড়লেন পন্থরা।