Dhola Blast: দক্ষিণ ২৪ পরগণার ঢোলাহাটের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় তোলাপড় রাজ্য রাজনীতি। ঢোলাহাটে বাড়িতে মজুত বাজির বিস্ফোরণে ৯ জন মারা যান। ভয়াবহ বিস্ফোরণের পর ১২ সদস্যের বণিক পরিবারে বেঁচে রইলেন শুধু ৩ জন। সেই ঢোলাহাট কাণ্ডে NIA তদন্ত চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে চিঠি লিখলেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। "ঢোলায় বোমা তৈরি হত", এমনও সন্দেহপ্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত। এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের হস্তক্ষেপ দাবি করলেন সুকান্ত মজুমদার।
অমিত শাহ-কে চিঠিতে কী লিখলেন সুকান্ত
রাজ্য বিজেপি সভাপতি অমিত শাহ-কে চিঠিতে লেখেন, 'বাংলায় অবৈধ অস্ত্র ও বোমা বারুদের কারবার চলে, এর মাধ্য়মে জাতীয় সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠে। এটা বাংলার উদ্বেগজনক ট্রেন্ডের একটা অংশ।'
সুকান্তর শাহী পত্র
Union Minister and West Bengal BJP chief Sukanta Majumdar writes to Union Home Minister Amit Shah, expressing concern about the recent blast in Dhola, South 24 Parganas, West Bengal and uruges him to appoint National Investigation Agency (NIA) to conduct a comprehensive… pic.twitter.com/vP06DwSpV6
— ANI (@ANI) April 1, 2025
সুকান্তর অভিযোগ
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে সুকান্ত মজুমদার দাবি করেন, "এখানকার নাগরিকদের একটা সুরক্ষিত পরিবেশে বাস করার অধিকার রয়েছে, রাজনৈতিক আশ্রয়ে যে দুষ্কর্ম থাকে তা থেকে মুক্ত হওয়া দরকার।' কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে বিষ্ময়প্রকাশ করে বালুরঘাটের মন্ত্রী-সাংসদ প্রশ্ন তুলে বলেন, "বিস্ফোরক কোথা থেকে আসছে, এর পেছনে কোনও চক্র রয়েছে কি না সেটা তদন্ত করে দেখা খুইব দরকার।
দুর্ঘটনা নয় বলে দাবি সুকান্তর
ঢোলা বিস্ফোরণ নিয়ে সুকান্তের তোপ, "এটা কোনও দুর্ঘটনা নয়, এটা ব্যর্থ মুখ্য়মন্ত্রীর নেতৃত্বে বেড়ে চলা আইন শৃঙ্খলার অবনতির একটি লক্ষণ।"