Bengaluru Pet Dog Steal Video (Photo Credits: X)

বেঙ্গালুরু, ১ এপ্রিলঃ দিনের শুরুতে কিংবা দিন শেষে পোষ্যকে নিয়ে রাস্তায় হাঁটতে বেরনোর অভ্যাস অনেকেরই রয়েছে। এই অভ্যাস আপনার প্রিয় পোষ্যটিকে বেজায় খুশি করলেও এতে তার বিপদও রয়েছে। সদ্য বেঙ্গালুরুর (Bengaluru) এক ঘটনা অবাক করেছে 'পেট লাভারদের'।

এক মহিলা তাঁর পোষা কুকুরকে নিয়ে রাস্তায় হাঁটতে বেরিয়েছিলেন। এমন সময় বাইক ছুটিয়ে এসে দুই ব্যক্তি কুকুরটির গলার দড়িটি টান মেরে মহিলার হাত থেকে ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। টানের তীব্রতা কুকুরটির গলায় আঘাতও করেছে। প্রিয় পোষ্যকে নিয়ে মুখোশধারী বাইক আরোহী পালাতেই তাঁদের পিছনে ছোটেন ওই মহিলাও। কিন্তু বাইকের গতির সঙ্গে পেরে উঠলেন না। বেঙ্গালুরুর তিলকনগর এলাকায় ওই ঘটনার সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়। থানায় পোষ্য চুরির অভিযোগ দায়ের করেছেন মহিলা। অনেকেরই অনুমান, অবৈধ প্রজনন এবং পোষ্য প্রাণীর কালোবাজারি ব্যবসার একটি বৃহত্তর চক্র রয়েছে এই ঘটনার পিছনে।

যে কোন মুহূর্তে চুরি হয়ে যেতে পারে আপনার প্রিয় পোষ্যঃ

এই ঘটনা নাড়িয়ে দিয়েছে পশুপ্রেমীদের। পোষা জীব-জন্তুদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। কীসের ভরসায় পোষ্যকে নিয়ে রাস্তায় হাঁটতে বের হবেন? যে কোন মুহূর্তেই তো প্রাণাধিক প্রিয় পোষ্য চুরি হয়ে যেতে পারে। কালোবাজারিদের খপ্পরে মোটা টাকার বিনিময়ে আপনার পোষ্য চলে যাবে অন্য কোন ঠিকানায়।