
নয়াদিল্লিঃ দু'দিনের টানা বৃষ্টিতে ভিজেছে বেঙ্গালুরু(Bengaluru Rain)। আর বৃষ্টি থামতেই রাস্তা জুড়ে সাদা সাদা ফেনা(White Foam)। যা দেখে কার্যত অবাক বেঙ্গালুরুবাসী। শহরের বেশ কিছু রাস্তায় সাদা ফেনার মতো কিছু পড়ে থাকতে দেহে স্থানীয়রা। এই অদ্ভুত দৃশ্য দেখে চমকে উঠেছেন বহু মানুষ। নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে এই ছবি। মার্চের শুরু থেকেই গরমে দাপট বাড়ছিল বেঙ্গালুরুতে। গরমে অসহ্য পরিস্থিতি তৈরি হয়েছিল ভারতের এয়ার কন্ডিশনড সিটিতে। এরপর শনিবার বৃষ্টিতে খানিক স্বস্তি মিলেছে বেঙ্গালুরুবাসীর। কিন্তু বৃষ্টির পরই এই ধরনের আশ্চর্যজনক ঘটনা অবাক করেছে অনেককেই।
সাদা ফেনায় ঢাকল বেঙ্গালুরুর রাস্তা
এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা বক্তব্য রেখেছেন নেটিজেনরা। কেউ বলছেন, এটা দূষণের ফল। কেউ আবার ঠাট্টার সুরে বলছেন, রাস্তায় জামাকাপড় কাচার সার্ফ ছিটিয়ে দেওয়া হয়েছে। আদতে এই সাদা ফেনা আসলে কী তা এখনও জানা যায়নি। প্রসঙ্গত, বিগত কয়েকবছরে বিস্তর বদলেছে বেঙ্গালুরুর আবহাওয়া। আগে যে বেঙ্গালুরুতে এসি ব্যবহারের কথা ভাবতে পারত না মানুষজন সেখানে এখন ঘরে ঘরে এসি। তাপমাত্রা পরিবর্তনের কারণে এসি ব্যবহারে বাধ্য হচ্ছেন তাঁরা। সেই সঙ্গে তীব্র রোদ ও শুষ্কতার সমস্যা তো রয়েছেই। যার ফলে নানা শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছেন মানুষজন।
বৃষ্টি থামতেই সাদা ফেনায় ঢাকল বেঙ্গালুরুর রাস্তা, বিরল দৃশ্য দেখে অবাক নেটিজেনরা
Watch: Mysterious White Foam Covers Bengaluru Streets After Heavy Rain https://t.co/puY32Q6iEi pic.twitter.com/2vbcng0yAf
— NDTV (@ndtv) March 24, 2025