Turkish Singer Volkan Konak Dies (Photo Credits: X)

মৃত্যু, বেঁচে থাকার অন্তিম পরিণতি। মৃত্যু কার জীবনে কখন কীভাবে আসবে তা আগে থেকে কেউই বলতে পারে না। ঠিক তেমনই আকস্মিকভাবে চলে গেলেন বিখ্যাত তুর্কি গায়ক ভলকান কোনাক (Volkan Konak)। লাইন কনসার্টের মঞ্চে অনুষ্ঠান চলাকালীন সংজ্ঞা হারিয়ে পড়ে গেলেন গায়ক। আর তার পরেই সব শেষ। সঙ্গে সঙ্গে তাঁর ব্যান্ডের বাকি কলাকুশলীরা তাঁকে তুলে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। কিন্তু দেহ ছেড়ে প্রাণ ততক্ষণে বিলীন হয়ে গিয়েছে। ৩০ মার্চ, শনিবার সাইপ্রাসে নিজের ব্যান্ড নিয়ে কনসার্ট করতে এসেছিলেন ভলকান। গান গাইতে গাইতে আচমকাই মাইক হাতে মেঝেতে লুটিয়ে পড়লেন সঙ্গীতশিল্পী। সুদূর সাইপ্রাসের (Cyprus) কনসার্ট থেকে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

প্রয়াত তুর্কি গায়ক ভলকান কোনাক

মঞ্চের উপর গান গাইতে গাইতে শিল্পী পড়ে যেতেই বাজনা থাময়ে ছুটে আসেন অন্যান্য শিল্পীরা। কনসার্ট আয়োজকের সদস্যরা তাৎক্ষণিকভাবে জরুরি পরিষেবা ডাকে। রাত তখন ১২টা বেজে ১৭ মিনিট, হাসপাতালে নিয়ে যাওয়ার আগে অনুষ্ঠানস্থলেই চিকিৎসকেরা ভলকানকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। কিন্তু লাভ হল না। তুর্কি গায়কের জ্ঞান ফেরাতে পারলেন না তাঁরা। তাও হাল ছাড়েননি শিল্পীর ব্যান্ডের সদস্যরা। তাঁকে ফামাগুস্তা স্টেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেও চিকিৎসকেরা চেষ্টা করেন। কিন্তু রাত ১২টা ৪২ মিনিটে চিকিৎসকেরা ভলকান কোনাককে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে শিল্পীর বয়স হয়েছিল ৫৮। শিল্পীর মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়।

মঞ্চের উপর গান গাইতে গাইতেই লুটিয়ে পড়লেন ভলকান কোনাকঃ

তুরস্কের সঙ্গীত মহলে অতি জনপ্রিয় ছিলেন কোনাক। মূলত লোকসঙ্গীত এবং সমসাময়িক ধারার মিশ্রণের জন্য পরিচিত ছিলেন তিনি। কিংবদন্তি শিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ তুর্কি সঙ্গীত জগৎ। শিল্পীকে শেষ শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন তাঁর ভক্তরা এবং অন্যান্য সঙ্গীত শিল্পীরাও।